- প্রচ্ছদ
-
- প্রধান খবর
- কমিউনিস্ট পার্টি অব চায়না-সিপিসি’র উদ্যোগে আয়োজিত ‘বিশ্ব রাজনৈতিক দল শীর্ষ সম্মেলন’অংশ নিলো বিএনপি
কমিউনিস্ট পার্টি অব চায়না-সিপিসি’র উদ্যোগে আয়োজিত ‘বিশ্ব রাজনৈতিক দল শীর্ষ সম্মেলন’অংশ নিলো বিএনপি
প্রকাশ: ৬ জুলাই, ২০২১ ১:৫৭ অপরাহ্ণ
বিডি দিনকাল ডেস্ক :- চীনের কম্যুনিস্ট পার্টির বিশ্ব সম্মেলনে জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আজ মঙ্গলবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয় থেকে ভার্চুয়াল সভায় অংশ নেন । এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
উক্ত সম্মেলনে বিএনপি’র ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল ভার্চূয়াল যুক্ত হয়ে বক্তব্য রাখেন মহাসচিব বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর , অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মাহবুব উল্লাহ, স্হায়ী কমিটি সদস্য বিএনপি নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান বিএনপি এয়ার-ভাইস মার্শাল(অবঃ) আলতাফ হোসেন চৌধুরী, মোহাম্মদ শাহজাহান , আব্দুল আউয়াল মিন্টু, অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব বিএনপি মোয়াজ্জেম হোসেন আলাল,প্রচার সম্পাদক বিএনপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আইন বিষয়ক সম্পাদক বিএনপি ব্যারিষ্টার কায়সার কামাল খান, মানবাধিকার বিষয়ক সম্পাদক বিএনপি এডভোকেট আসাদুজ্জামান আসাদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার নাসিরুদ্দিন অসীম, সহ-সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ বিএনপি অনিদ্য ইসলাম অমিত ,সহ- আন্তর্জাতিক বিষয় সম্পাদক ব্যারিষ্টার রুমিন ফারহানা, নির্বাহী কমিটি সদস্য জেবা আমিনা খান, মাহমুদা হাবিবা,মহিলা দল কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক নায়েব ইউসুফ, সদস্য মানবাধিকার বিষয়ক কমিটি এডভোকেট ফারজানা শারমিন পুতুল , ব্যারিষ্টার সৈয়দ ইজাজ কবির , সরদার মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমূখ ।
উল্লেখ্য, ১৯২১ সালের ১লা জুলাই চীনের কমিউনিস্ট পার্টি (সিসিপি) প্রতিষ্ঠিত হয়েছিল। দীর্ঘ এক গৃহযুদ্ধের পর ১৯৪৯ সালে তারা চীনের ক্ষমতায় আসে। তারপর থেকে ৭২ বছর ধরে দলটি চীন শাসন করে আসছে।
Please follow and like us:
20 20