আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:২২
মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়াঃবাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি’তে গতি আনতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো: গোলাম সারোয়ার। বুধবার (২৫ জানুয়ারী) নব নিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এর সময় তিনি এ আলোচনা করেন।
বৈঠকে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যকার দ্বি-পাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্র মন্ত্রী তাঁর আসন্ন বাংলাদেশ সফরকে ঘিরে আগ্রহের কথা ব্যক্ত করেন । হাই কমিশনার বাংলাদেশে তাঁর এই গুরুত্বপূর্ণ সফরকে আন্তরিক ভাবে স্বাগত জানান এবং সফরটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এসময়, তাঁরা স্বল্প সময়ে এবং স্বল্প ব্যয়ে আরও অধিক সংখ্যক বাংলাদেশী জনশক্তি নিয়োগের ক্ষেত্রে দু’পক্ষের আন্তরিক প্রচেষ্টার বিষয়ে মত বিনিময় করেন । হাই কমিশনার মালয়েশিয়ায় বসবাসরত অনথিভুক্ত বাংলাদেশীদের যাতে রিক্যালিব্রেশন এর আওতায় সহজ প্রক্রিয়ায় বৈধ করা হয় তার জন্য মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রীকে অনুরোধ করেন।
স্বরাষ্ট্র মন্ত্রী বিষয়টি সহানভূতির সাথে বিবেচনার আশ্বাস দেন। উল্লেখ্য, মালয়েশিয়ার নব নিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রীর আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সফরে যাচ্ছেন। স্বরাষ্ট্র মন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহনের পর এটাই তাঁর প্রথম বিদেশ সফর।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |