আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১০:৪৫
মনির হোসেন জীবন – কিশোরগঞ্জের ভৈরবে একটি কয়েল ফ্যাক্টরিতে হিটার বিস্ফোরণে কারখানার ৫ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে এক কিশোরও রয়েছে। দগ্ধ শ্রমিকরা হলেন, মো. শাহিন মিয়া (২৫), মোরশেদ শেখ (৬৫) মো, আব্দুর রহমান (১১), মো. দীন ইসলাম (৬৫) ও মো. মাসুম উদ্দিন (৫০)। আজ শনিবার সকালে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া ৫ শ্রমিক দগ্ধ হবার বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার গোড়াকান্দা জব্বার জুটমিল রোডে পঞ্চবটী এলাকার দুলাল মিয়ার কয়েল কারখানায় এ ঘটনা ঘটে। তবে, এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মো. দুরন্ত ইসলাম ওরফে শাওন নামে তাদের এক সহকর্মী জানান, শুক্রবার বিকেলে কয়েল ফ্যাক্টরিতে কাজ করার সময় হঠাৎ কয়েলের হিটার অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণ ঘটে। এতে ওই কারখানার ৫ জন শ্রমিক দগ্ধ হন। পরে তাদের উদ্ধার প্রথমে স্থানীয় আল সাপা হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তারা সবাই ওই ফ্যাক্টরির কর্মচারী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, তাদের শরীরের ১৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে। সবার শ্বাসনালী পোড়া রয়েছে। তবে, তাদের অবস্থা শঙ্কামুক্ত নয়। ওসি মো. বাচ্চু মিয়া বিষয়টি স্বীকার করে জানান, ভৈরবে কয়েল ফ্যাক্টরি থেকে পাঁচজন দগ্ধ হয়ে ঢামেকের বার্ন ইউনিটে এসেছে। তারা সবাই চিকিৎসাধীন। এদিকে, ভৈরব নদী ঘাট ফায়ার সার্ভিসের কর্মকর্তা মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভৈরব বাজার ও ভৈরব নদী ঘাট ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুন নেভাতে গিয়ে শামসুদ্দিন, মাছুম, দীন ইসলাম ও শাকিবসহ ৪/৫ জন শ্রমিক দগ্ধ হন। এদের মধ্যে গুরুতর দগ্ধদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |