আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:১৮
জেবু নজরুল ইসলাম-:-
গুনাগার আমরা করেছি পাপ অগনিত বেশুমার
এবার করুণা করে, দয়া করে ক্ষমা করে ওগো প্রভু
আমরা পাপাচার আর লোভ লালসায় পড়ে ছিলাম
তাই তোমার আদেশ নিষেধ পালন করিনি কভু।
যখন তোমার শ্রেষ্ঠ মানুষ সভ্যতার আলখেল্লায়
নিলজ্জ জীবন প্রতিনিয়ত অতিবাহিত করে
তাই বিশুদ্ধিকরণে অনাচারী মানুষগুলোকে
ফিরিয়ে আনতে দিয়েছ পাঠিয়ে মহামারী ঘরে ঘরে।
অবশেষে বুঝতে পেরেছি ওগো দয়াময়
অধর্ম আর পাপ কখনো হয় না সুখের
অন্ধকার জীবন হয়নি আলোকিত কখনো
এর কুফল যুগেযুগে হয়েছে দুঃখের।
আমাদেরকে সুস্থ রাখুন ও ভালো রাখুন
ওগো দয়াময় আল্লাহ জীবন মৃত্যুর মালিক
আমরা তোমাকে দিবস রজনী করিবো স্মরণ
আমাদের জান মালের চেয়েও ততোধিক।
সুস্থতা দাও রহমত দাও সুখ শান্তি দাও
ওগো চিরঞ্জীব রাহমাতুল্লিল আলামীন
ঢেলে দাও তোমার রহমত আমাদের পরে
যুগে যুগে যেভাবে দিয়েছ আমাদের প্রতিদিন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |