আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ২:২২
মুন্সীগঞ্জ : করোনাভাইরাসের দুই ডোজ টিকা নেয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি। বুধবার দ্বিতীয় দফায় করোনা পরীক্ষা করলে তার রিপোর্ট পজিটিভ আসে। সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলির ব্যক্তিগত সহকারী মাহবুবুর রহমান টিটু বৃহস্পতিবার গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
টিটু জানান, এর আগে গত বছরের ডিসেম্বরে তিনি প্রথমবার করোনায় আক্রান্ত হয়েছিলেন। দ্বিতীয় দফায় এবার তিনি করোনায় আক্রান্ত হলেন। অথচ চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি ভারতের সেরাম কোম্পানির করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা নিয়েছেন। পরে দ্বিতীয় ডোজও নেন তিনি।
এমপির সহকারী টিটু আরো জানান, রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহার ‘দরিদ্র অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা নগদ অর্থবিতরণ’ করতে লৌহজং ও টঙ্গীবাড়ী উপজেলায় বিভিন্ন ইউনিয়নে যান এমপি এমিলি। ঢাকায় ফিরে তার করোনা উপসর্গ দেখা দিলে ৬ জুলাই জাতীয় সংসদ মেডিক্যাল সেন্টারে তিনি নমুনা পরীক্ষা করতে দেন, পর দিন ৭ জুলাই বিকেল ৪টার দিকে উনার রিপোর্ট পজিটিভ আসে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে বলেও জানান মাহবুবুর রহমান টিটু।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |