আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:০৯
ঢাকা: করোনার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার সাড়ে চার মাস পর করোনায় আক্রান্ত হয়েছেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য (এমপি) অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। আজ বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পেজে করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছেন।
এ সময় সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন এই এমপি। একই সঙ্গে করোনার ভ্যাকসিন গ্রহণ করার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে সবাইকে অনুরোধ করেন তিনি।
জানা যায়, বৃহস্পতিবার সকালে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনে (নিপসম) এমপি মুন্না করোনা পরীক্ষার র্যাপিড অ্যান্টিজেন টেস্টে নমুনা দেন। পরে ফলাফল পজিটিভ আসে। বর্তমানে তিনি রাজধানীর গুলশানের বাসায় আইসোলেশনে রয়েছেন।
এর আগে, গত ৭ ফেব্রুয়ারি টিকার প্রথম ডোজ গ্রহণের মাধ্যমে সিরাজগঞ্জে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২ আসনের এমপি অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না। এরপর ৮ এপ্রিল জাতীয় সংসদ ক্লিনিক থেকে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেন তিনি।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |