আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৪৯
মামুন হোসাইনঃ চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলা উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও প্রানী হাসপাতালে কর্ম দিবসে জাতীয় পতাকা উত্তোলন করছে না প্রানী সম্পদ দপ্তর ও হাসপাতাল কর্তৃপক্ষ। বাংলাদেশ পতাকা বিধিমালা ১৯৯২ (২০১০ সংশোধিত) অনুযায়ী সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সকল কর্ম দিবসে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা থাকলেও প্রতিদিন জাতীয় পতাকা উত্তোলনে অবহেলা করছে সরকারি গুরুত্বপূর্ণ এ প্রতিষ্ঠানটি।
১১ এপ্রিল থেকে ১৬ এপ্রিল সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও হাসপাতাল ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের নির্দিষ্ট খুটি থাকলেও কর্তৃপক্ষের উদাসীনতায় টাঙানো হচ্ছে না স্বাধীনতার প্রতীক বাংলাদেশের জাতীয় পতাকা। সরকারি গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন না করার বিষয়টি দুঃখজনক বলে মনে করছেন ফরিদগঞ্জ বাজারের সুধী জনেরা। তাদের দাবি এ বিষয়ে সরকার নিশ্চিয়ই ব্যাবস্থা নিবে।
পুনরায় ১৬ এপ্রিল সরজমিন গিয়ে দেখা যায়, অফিসের প্রতিটি কক্ষ সিলিং ফ্যান চলছে, নেই কোন কর্মকর্তা কর্মচারী, সাংবাদিকদের দেখে অফিস সহকারি আবুল কাশেম দৌড়িয়ে আসেন তার সাথে কথা বললে জানা যায় অফিসের প্রানি সম্পদ কর্মকর্তা বদলি হয়েছে এক মাস পুর্বে নতুন কর্মকর্তা আসে নাই এবং তিন কর্মকর্তা ট্রেনিং এ আছেন আরেক উপসহকারী শামিম হোসেন বেলা ১ ঘটিকায় বাড়িতে চলে গেছেন।
জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ বখতিয়ার উদ্দিন বলেন, আমাদের ডিপার্টমেন্টে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে এমন কোন নির্দেশনা নেই,আমরা বিশেষ দিনে উত্তোলন করি,যেহেতু আপনারা চাচ্ছেন জাতীয় পতাকা উত্তোলন করার জন্য, আমি বলে দেবো প্রতিদিন জাতীয় পত্রিকা উত্তোলন করার জন্য।
উল্লেখ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পতাকা বিধিমালা ১৯৭২ এ বলা হয়েছে, ‘জাতীয় ও বিশেষ দিবস ছাড়াও প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ভবন এবং অফিস সমূহে যেমন, রাষ্ট্রপতির বাসভবন, সংসদ ভবন প্রভৃতি, সকল মন্ত্রণালয় এবং গণপ্রজাতন্ত্রী বাংলদেশ সচিবালয় ভবন সমূহ, হাইকোর্টের অফিস সমূহ,জেলা ও দায়রা জজ আদালত সমূহ, বিভাগীয় কমিশনার, ডেপুটি কমিশনার/ কালেক্টর, চেয়ারম্যান, উপজেলা পরিষদ অফিস সমূহ, কেন্দ্রীয় ও জেলা কারাগারসমূহ, পুলিশ স্টেশন, শুল্ক পোস্ট অফিস সমূহ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান এবং এই রকম অন্যান্য ভবনে সরকার কর্তৃক সময় নির্ধারিত ভবন সমূহে সকল কর্মদিবসে বাংলাদেশের পতাকা উত্তোলন করতে হবে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |