আজ রবিবার | ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৭শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:১৮
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-এশিয়া মহাদেশের অন্যতম মৎস্য হ্যাচারি ও বাওড় কোটচাঁদপুর বলুহরে অবস্থিত ১৯৭৯ সালে টানা ছয় বছর কার্যক্রম শেষে ১৯৮৫ সালের মাঝামাঝি সময়ে হ্যাচারি ও বাওড়ের কার্যক্রম শুরু হয়। বিগত ৩০ বছর ধরে এটি দেশের অর্থনীতিতে গুরুত্বপুর্ণ অবদান রাখছে। এখান থেকে প্রতিবছর বিপুল পরিমান রাজস্ব সরকারের খাতায় লিপিবদ্ধ হচ্ছে। প্রতিবছর মোটা অংকের একটা অর্থ যোগ হয় সরকারি কোষাগারে। খোঁজ নিয়ে জানাগেছে গত দুই বছর বাওড় ম্যানেজার সরকারি নির্ধারিত টার্গেট পুরণ করতে ব্যার্থ হওয়াই বাওড় মৎস্যজীবী সমীতির কাছে গোপনে বাওড় লিজ দেন। সরকারি বাওড় ব্যক্তি মালিকানা হওয়াই লেন্ডিংএ মাছ কিনতে যাওয়া ও রানী মাছ ধরাকে কেন্দ্র করে প্রায়ই হামলা ও মামলার ঘটনা ঘটছে। গতকাল ১৪ই ফ্রেব্রæয়ারি লেন্ডিং মাছ কিনতে যাওয়া বলুহর কুড়িপাড়ার খলিলুর রহমানের ছেলে গোলাম মোস্তফা ও মনির হোসেনের সাথে হালদার সম্পদয়ের ধাক্কাধাক্কি হয়। এরই পেক্ষিতে আজ আনুমানিক দুপুর ১২ টার সময় শ্রী সুশীল কুমার বিশ্বাসের উপরে আতঙ্কিত হামলা করেন গোলাম মোস্তফা। এছাড়াও সুশীল কুমার বিশ্বাসকে জানান গতকাল মাছ কেনা নিয়ে যে ঝামেলা হয়েছিলো আমি সেখানে ছিলাম না। কিন্তু আমার উপরে হঠাৎ আতঙ্কিত হামলা করে এবং আমার কাছে থাকা নগদ কিছু টাকাও ছিনিয়ে নেয়। আমি এই হামলার সঠিক বিচার আশাবাদী। ওদিকে হামলাকারি গোলাম মোস্তফার কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা নগদ টাকা দিয়ে মাছ কিনতে গিয়েও মাছ পাওয়া যাই না। সরকারি নির্ধারিত টাকা দিলেও মাছ দেওয়া যাবে না বলে জানিয়ে দেন। তবে সরকারি বাওড় আইনে উল্লেখ আছে আগে লেন্ডিং এ জনগণের কাছে মাছ বিক্রি করে, বাকিটা বাজারজাত করতে হবে এমন প্রশ্ন করলে আমার ছোট ভাই মনির হোসেনকে চর থাপ্পর ও কিল ঘুষী মারেন, ঘটনাস্থলে থাকা হালদার জনগোষ্ঠি ঘটনার সত্যতা নিশ্চিত করতে ঘটনা স্থানে গেলে বাওড় মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক রনজিৎ হালদার জানান গতকাল লেন্ডিংএ মাছ কেনা নিয়ে একটু হাতাহাতি হলেও সেখানেই আমরা মিমাংসা করে দেই। কিন্তু আজ দুপুরে হঠাৎ শুনতে পায়, আমাদের এক সদস্য সুশীল কুমার বিশ্বাস কে রাস্তায় আতঙ্কিত হামলা করেন গোলাম মোস্তফা (৩৫) ও শ্রী কৃষ্ণপদ হালদার (৪০) পিতা মৃত গুরুপদ হালদার উভয় সাং বলুহর। সরকারি বাওড় মৎস্যজীবী সমীতির আওতায় কিভাবে আসলো সাংবাদিকের এমন প্রশ্নে তিনি জানান গত দুই বছর বাওড় ম্যানেজার সিদ্দিকুর রহমান সরকারি নির্ধারিত টার্গেট পুরন করতে ব্যার্থ হওয়ার ৯০ লক্ষ টাকায় এক বছরের জন্য আমাদের কাছে লিচ দেন। সরকারি বাওড় কিভাবে লিজ নিলেন জানতে চাইলে বলেন, এটা বাওড় ম্যানেজার জানে, এব্যাপারে বাওড় ম্যানেজার জনাব সিদ্দিকুর রহমানের অফিসে না পেয়ে, মুটোফোনে ফোন করলে তিনি জানান আমি একটা মিটিং বাইরে আছি তবে শুনেছি মারামারি মতো ঘটনা ঘটেছে, আমি ঘটনাস্থলে ছিলাম না। সরকারি বাওড় মৎস্যজীবী সমিতির কাছে লিজ দেওয়ার বিষয়ে বাওড় ম্যানেজার বলেন সবকিছু আমার দায়িত্বেই আছে আমি মিটিং শেষে কোটচাঁদপুর আসলে বিস্তারিত জানাবো বলে ফোনটা রেখে দেন। এব্যাপারে কোটচাঁদপুর মডেল থানা অফিসার ইনচার্জ মঈন উদ্দিন জানান লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।
Dhaka, Bangladesh রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:19 AM |
Sunrise | 6:40 AM |
Zuhr | 12:01 PM |
Asr | 3:01 PM |
Magrib | 5:21 PM |
Isha | 6:42 PM |