আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৮:৫৮
কামরুল হাসান বাবলু :- দল নিয়ে কি ভাবছেন । দলের মধ্যে প্রথমে ঐক্য থাকা খুবেই জরুরি ।দলের মধ্যে বিভাজন তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে একটি পক্ষ ।এর মুলে সরকারের একাধিক এজেন্ট ।যখন দল ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ ।একের পর এক রাজনৈতিক কর্মকান্ডে সফলতা পেয়ে আসছে তখনিই আতে ঘাঁ লেগে গিয়েছে ঐসব সুবিধাবাদী এজেন্টদের ।এমন অনেক কথা নাম না প্রকাশের স্বার্থে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা বলেছেন ।
সম্প্রতি বর্তমান সরকারের এমন এক মন্ত্রী যিনি আপাদমস্তক একজন আওয়ামী ঘরোয়ানা । তার পিতা মতিউর রহমান তালুকদার বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করেছেন। ওই পরিবারের সন্তান হয়ে মুরাদের রাজনীতি শুরু ১৯৯৪ সালে বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখার ‘কার্যকরী সদস্য’ এর মধ্যে দিয়ে ।আওয়ামীলীগের প্রধান শেখ হাসিনা যাচ্ছে তাই কাউকে মন্ত্রী বানান নাই যে কথা কোনো পাগলেও বলবেনা ।
এই মন্ত্রী বাংলাদেশের তিন তিনবারের প্রধান মন্ত্রী ,বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ,অমার্জিত কথা বলেছেন তখন কিন্তু আওয়ামী তরফ থেকে একবারের জন্য কেউ কোনো প্রতিবাদ করে নাই ।মন্ত্রী এও বলেছেন যে তিনি যাহা কিছু করেন ,যাহা কিছু বলেন সবেই রাষ্ট্রের প্রধান জানেন ! যখনই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর কাছে কড়া প্রতিবাদ করে মন্ত্রীর বেসামাল কথার মর্ম জানতে চেয়েছেন তখনি ওই সরকার নড়েচড়ে বসে ।বিএনপির মহাসচিবের এই কড়া প্রতিবাদকে ভিন্ন খাতে নিয়ে সরকার তার এজেন্টদের দিয়ে প্রায় দুই বছর আগের একটা কথোপকথন মাঠে ছেড়ে দেয়। টেনে নিয়ে আসে তার অতীত এর কিছু কর্মকান্ড।
এদিকে জাইমা রহমানকে নিয়ে তার ভাষ্যর বিপক্ষে জনগণ সহ সুধীসমাজ পুষে উঠছে তখনি সরকার ভিন্ন খাতে নিয়ে মুরাদকে সরানোর সিদ্ধান্ত নেয় ।
এদিকে তথ্য প্রতিমন্ত্রী থেকে সদ্য পদত্যাগ কারী ডাঃ মুরাদকে নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত পরশু বলেছিলেন এই ধরণের কোনো বেয়াদব কখনই ছাত্রদল করে নাই করতে পারে না । এই কথাকে ভিন্ন ভাবে রং লাগিয়ে মহাসচিবের ভাবমূর্তি বিনষ্টের মিশণ নিয়ে কাজ করছে সরকারের একটি এজেন্ট ।সেই ১-১১এর মতোই বিএনপির মধ্যে বিভাজন তৈরী করতে উঠে পরে লেগেছে সুবিধাবাদী ওই অংশটি ।সরকারের তৈরী করা ফাঁদে পা না দিতে দলের শীর্ষস্থানীয় কয়েকজন নেতৃবৃন্দ অনুরোধ জানিয়েছেন ।যে হেতু এই সরকারের পায়ের তলায় মাটি নেয়,যেই কোনো সময় এই সরকার ধসে পড়বে এমন অন্যস্থা বুজতে পেরেই সকার এখন নানা খেলা শুরু করছে।তারা চাচ্ছে বেগম খালেদা জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দিতে ।সেই সাথে বিএনপির মধ্যে বিভাজন ।এমন কথা উঠে আসছে বিভিন্ন সমাবেশে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদের বক্তব্য থেকে ।
কিন্তু না এইখানেও সরকার তাদের মিশন পূর্ণ করতে পারবে না ।কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারমেন তারেক রহমানের মেধা ,রাজনৈতিক বিচক্ষণতা,সাংগঠনিক দক্ষতায় দলের স্থায়ী কমিটি থেকে শুরু করে তৃনমুল পর্যন্ত পূর্বের নেয় আরো ইস্পাত কঠিন ঐক্য হয়ে আছে ।এই ঐক্যকে কোনো ভাবে ভাঙা যাবে না ।
অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জাফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির নেতৃবৃন্দ ,কার্যনির্বাহি কমিটির নেতৃবৃন্দ ,সকল মহানগর,বিভাগ,জেলা,থানা ইউনিয়ন ,সকল অঙ্গ-সহযোগী সংগঠন আজ তারেক রহমানের নেতৃত্বেই ঐক্যবদ্ধ ।মহাসচিবসহ সিনিয়র নেতৃবৃন্দরা সমন্নিত ভাবে কাজ করে যাচ্ছেন।মহানগরসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এক কাতারে থেকে কর্মসূচী পালন করছেন।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র মিডিয়া উইং-এর অন্যতম সদস্য শায়রুল কবির খান-এর কাছে জানতে চাইলে তিনি বলেন ,এক এগারো সরকার বিএনপি’র বিরুদ্ধে যে ভাবে পরিকল্পিত ক্ষতি করে ছিল ঠিক তারই ধারাবাহিকতা দখলদারিত্ব আওয়ামী লীগ সরকার অব্যাহত রেখে যাচ্ছেন।এটা তো অত্যান্ত পরিষ্কার গত জাতীয় নির্বাচনে এই আওয়ামী লীগ কি করেছে।তারা প্রশাসনকে দিয়ে দিনের ভোট রাতে করে ফেলেছে ।এর আগে গায়েবি মামলা দিয়ে লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হামলা নিপীড়ন চালিয়েছে।হাজার হাজার নেতাকর্মীদের গ্রেফতার করে জেলে পাঠিয়েছে।এখনো সেই মামলা মাথায় নিয়ে চলছে নেতা কর্মীরা।তারপরও কোনো ক্রমেই পারেনি বিএনপি’র মধ্যে নুন্যতম ভাঙ্গন ধরাতে বিগত সময়ে একটি ধানের মধ্যে পোকা ধরাতে পারেনি।
তাই সরকার এবার ভিন্ন পদ্দ্বতিতে পরস্পর পরস্পরের বিরুদ্ধে সন্দেহ তৈরিতে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করতে সবসময় সক্রিয় ভূমিকা অব্যাহত রাখেই চলছে সকাল পর্যায়ে নেতৃবৃন্দ।তিনি জোর দিয়ে বলেন দেশদরদী বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন বিচক্ষণ নেতা।উনার নেতৃত্বে রয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটি’র পরিক্ষিত নেতৃবৃন্দ এবং বিএনপির সর্বস্তরের নেতা কর্মীগণ।
এই ঐক্য কোনো ভাবে বিনষ্ট করা যাবেনা ।সরকারের পাতা ফাঁদে পা দেয়া যাবে না । ঐক্যের বিকল্প নাই । দলের চেয়ারপারসন ,সাবেক তিনবারের প্রধান মন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জীবন রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে ।বেগম খালেদা জিয়া বেঁচে থাকলে গণতন্ত্র বাঁচবে ।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |