আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৫২
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধি:- জয়পুরহাটের কালাইয়ের মুলগ্রামে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে অপহরণের মামলায় দুই কিশোরকে ৫ বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে অাদালত।
আজ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাভব্যুনাল জয়পুরহাট এর বিচারক রুস্তম আলী এ রায় ঘোষনা করেন।
আসামী দুজন কিশোর হওয়ায় তাদের দুজনকে যশোহর কিশোর কারাগারে পাঠিয়েছে।
মামলা সুত্রে জানা যায, ২০১৯ সালের ১৫ জুন সকাল ১২টার দিকে ওই স্কুল ছাত্রী স্কুল থেকে বাড়ী ফেরার পথে জয়পুরহাটের কালাই উপজেলার মুল গ্রাম মধ্যে পাড়ার মোঃ বাদেশের ছেলে মোশারফ (১৪) ও জামালের ছেলে সাব (১৬) রাস্তা থেকে জোরপূর্বক উঠিয়ে নিয় যায়। এরপর একটি বাগানে নিয়ে গিয়ে মুখ বেধেঁ কিডনি নেওযার হুসকি দিলে শিশুটি চিৎকার করে। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অপহরণকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় ওই দিনেই শিশুিটির পিতা বাদী হয়ে কালাই থানায় দুই জনের নাম উল্লেখ করে মামলা করে।
এ ঘটনায় ২০১৯ সালের ২৯ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্র দাখিল করেন।
জয়পুরহাট আদালতের নারী ও শিশু আদালতের স্পেশাল পিপি এ্যাডভোকেট ফিরোজা চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামী দুজনের বয়স কম হওয়ায় দুজনকে ৫ বছর করে কারাদন্ড ও ৩০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরোও তিন মাস করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়ে যশোহর কারাগারে পাঠিয়েছে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুস্তম আলী।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |