আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৮:৪৩
টাঙ্গাইল প্রতিনিধি:- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দশাকিয়া ইউনিয়নের ধলাটেঙ্গর গ্রামের অংশে এলেংজানী নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। রোববার(১১ জুলাই ) সকালে ধলাটেঙ্গর গ্রামে এলেংজানী নদীর পাড়ে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, স্থানীয় মাতব্বর বলাই চন্দ্র মালো,আব্দুল কাদের, মহর আলী, মোকাদ্দেছ আলী ও ভুক্তভোগী মাসুদা বেগম, মর্জিনা বেগম প্রমুখ। বক্তারা বলেন, কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী গ্রামের মো. জালাল মিয়ার ছেলে শফিকুল ইসলাম শফির নেতৃত্বে ৫-৬জন বালু ব্যবসায়ী এলেংজানী নদীর আনালিয়াবাড়ী ও ধলাটেঙ্গর গ্রামের অংশে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের ফলে নদী ভাঙন তীব্রতর হয়। হুমকির মুখে পড়ে এতিমখানা,মহাশ্মশানঘাটসহ সাধারন মানুষের ভিটা-বাড়ি। বক্তারা আরো বলেন, ইতোপূর্বে এলাকাবাসী অবৈধ ড্রেজার বন্ধের প্রতিবাদ করলে ড্রেজার মালিক শফিকুল ইসলাম শফিক ও তার বাহামভুক্ত লোকজন মারপিট করা সহ মিথ্যা মামলার হুমকি দেয়। এলাকাবাসী ড্রেজার দিয়ে এলেংজানী নদীর আনালিয়াবাড়ী, টুনি মগড়া ও ধলাটেঙ্গর অংশে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। এবং ড্রেজার বন্ধের দাবীতে স্থানীয় মহর আলী জেলা প্রশাসকের নিকট দরখাস্ত করেন। প্রভাবশালী ড্রেজার মালিক শফিকুল ইসলাম শফিকের মুঠোফোনে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে, কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কামরুল হাসান বলেন, খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |