আজ শনিবার | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৪ঠা রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:৩৬
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ:- ঝিনাইদহ কালীগঞ্জ শহরের ম্যাক্সি সুপার মার্কেটের সামনে ট্রাকের ধাক্কায় হাসিবুর রহমান নামে এক মোটর সাইকেল আরোহী স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৯ টার দিকে দুর্ঘটনা ঘটে। নিহত হাসিবুর রহমান কালীগঞ্জ উপজেলার বড় শিমলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। সে বিএসটি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র। নিহতের চাচাতো ভাই আনিচুর রহমান জানান, শনিবার রাত ৯ টার দিকে মোটর সাইকেলে চাচাতো ভাইয়ের সাথে কালীগঞ্জ শহর থেকে বড় শিমলা ফিরছিলেন। নিহত হাসিবুর পিছনে বসে ছিল। এ সময় একটি ট্রাক পিছন দিক থেকে ধাক্কা দেয়। মোটর সাইকেল থেকে পড়ে যাওয়ার পর ট্রাকের চাকায় পিষ্ট হয় হাসিবুর। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. ইমতিয়াজ আলম জানান, হাসপাতালে আসার আগেই হাসিবুলের মৃত্যু হয়েছে।
Dhaka, Bangladesh শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:21 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:03 PM |
Asr | 3:05 PM |
Magrib | 5:25 PM |
Isha | 6:46 PM |