আজ শুক্রবার | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৩৪
বিডি দিনকাল ডেস্ক:- গতকাল সোমবার (১১ জুলাই) রাতে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের ধুবাজোড়া এলাকায় বাজার থেকে ধরে নিয়ে পূর্বশত্রুতার জের ধরে ইউনিয়ন পরিষদের সাবেক এক সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিহত হেলিম মিয়া (৩৫) উপজেলার ঘাগড়া ইউনিয়নের ধুবাজোড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে। তিনি ৭ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার।
পুলিশ জানায়, সোমবার রাত ১০টার দিকে ঘাগড়া বাজারের হক মার্কেটে বসেছিলেন হেলিম মিয়া। এ সময় একই এলাকার ৪-৫ জন তাকে মারধর একটি নৌকায় অপহরণ করে নিয়ে যায়। পরে তাকে পিটিয়ে গুরুতর আহত করে ধুবাজোড়া গ্রামের পাশে ফেলে রাখা হয়।
গভীর রাতে হেলিম মিয়াকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। মিঠামইন থানার ওসি কলিন্দ্র নাথ গোলদা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
Dhaka, Bangladesh শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:00 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:41 PM |