আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:৫৮
মনির হোসেন জীবন- রাজধানীর বনানী থেকে কিশোর গ্যাং ‘‘পিচ্চি জয়” গ্রুপের ৩ জন সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব জানিয়েছে, আটককৃতরা হলেন শেরপুর জেলার মৃত রিপন হাওলাদারের পুত্র আব্দুর রহিম (১৮), একই জেলার মোঃ হানিফ মিয়ার পুত্র মোঃ রনি মিয়া (১৭) ও নেত্রকোনা জেলার মৃত সুব্রত রায় এর সুজন রায় (১৭)।
আজ রোববার ভোর সাড়ে ৬ টার দিকে র্যাব-১ এর একটি দল রাজধানীর বনানী থানার বেলতলা আদর্শ নগর এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘ পিচ্চি জয়’ গ্রুপের অন্যতম তিনজন সক্রিয় সদস্য মোঃ আব্দুর রহিম (১৮), মোঃ রনি মিয়া (১৭) ও সুজন রায় (১৭)কে গ্রেফতার করতে সক্ষম হয়।
এসময় তাদের নিকট থেকে ৩ টি পাইপ, ৩ টি চাকু ও ১ টি পাইপ সংযুক্ত চেইন উদ্ধারমূলে জব্দ করা হয়।
আজ রোববার বিকাল ৪ টায় এলিট ফোর্স র্যাব-১, উত্তরার কার্যালয়ে অনুষ্টিত এক সংবাদ সম্মেলনে র্যাব-১ কমান্ডির অফিসার (অধিনায়ক) লেফটেনেন্ট কর্ণেল মোহাম্মদ মোস্তাক আহম্মেদ এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার)
মোঃ পারভেজ রানা, সিনিয়র এএসপি সুরাইয়া খাতুন সহ র্যাব-১ এর অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্হিত ছিলেন।
সংবাদ সম্মেলনে র্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পিচ্চি জয় গ্রপের আনুমানিক ২০/২৫ জন সদস্য রয়েছে। তারা টাকার বিনিময়ে যে কোন পক্ষের হয়ে মারামারি, দখলবাজি, পিকেটিং, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত ছিল বলে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |