আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৬:৫৩
মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলাধীন ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শফিউল আলম শফি’র বিরুদ্ধে গত নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী কৌশলে ইউনিয়ন পরিষদের ১১ ইউপি সদস্যকে ম্যানেজ করে নানামূখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি নাগেশ্বরী উপজেলাধীন ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব শফিউল আলম শফিকে নানামুখী ষড়যন্ত্রে উৎখাতের জন্য কৌশলে ১১ ইউপি সদস্যকে ম্যানেজ করে মিথ্যা অভিযোগ দিয়ে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯, ৩৪ এর ৪ (ঘ) ধারার আলোকে অনাস্থা প্রস্তাব এনেছে। সাধারণ মানুষের বিপুল সমর্থন ও ভোটের মাধ্যমে নির্বাচিত চেয়ারম্যান বা জনপ্রতিনিধিকে এভাবে উৎখাতের ষড়যন্ত্র ভিতরবন্দ ইউনিয়নবাসীকে মর্মাহত করেছে।
নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক নির্দেশিত হয়ে ট্যাগ অফিসার স্বচ্ছতার মাধ্যমে গত ঈদ-উল-আযহায় ভিতরবন্দ ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ এর চাল স্বচ্ছতার মাধ্যমে বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদের কতিপয় ইউপি সদস্যরা ভিজিএফ এর চাল বিতরণে কোন ধরনের অনিয়মের সুযোগ না পাওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভে ফুসে উঠে। অনুরূপ বন্যা দুর্গতদের মাঝে বরাদ্দকৃত ত্রাণের চাল বিতরণেও এরকম সুযোগ না থাকায় ইউপি সদস্যরা অনেকটা ক্ষোভের বর্শবর্তি হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম ও এলাকায় মিথ্যা অপপ্রচার চালায়। বিগত সময়ে চেয়ারম্যান থাকাকালীন ইউপি চেয়ারম্যান শফিউল আলম শফি ভিতরবন্দ ইউনিয়নকে আলোকিত ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে নিরলস কাজ করেন। তার যোগ্যতা ও কর্মদক্ষতায় তিনি এলাকায় দুস্থ অসহায় মানুষের মাঝে সবসময় সহযোগিতা করে আসছেন। এবার তিনি আবারও জনগণের বিপুল সমর্থনে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে চেয়ারম্যান হিসেবে ইউনিয়ন পরিষদের দায়িত্ব নিয়ে সার্বিক উন্নয়নে কাজ শুরু করেন। তিনি ব্যক্তিগত ভাবে বিএনপি’র আদর্শের পরীক্ষিত সৈনিক। ইউনিয়নটি জাতীয় পার্টির অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। এখানে বিএনপি ভাব আদর্শে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় জাতীয় পার্টির একটি মহল পুরোপুরি নাখোশ। একারণে চেয়ারম্যান শফিউল আলম শফিকে উৎখাতের নানামূখী ষড়যন্ত্র চলছে।
এ ব্যাপারে ভিতরবন্দ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শফিউল আলম শফি জানায়, একটি মহল আমাকে সামাজিক ভাবে হেয় করতে নানামূখী ষড়যন্ত্র করে আসছে। গত নির্বাচনে পরাজিত প্রার্থীরা এই ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত রয়েছে। সত্যের জয় সবসময় হয়। আমি সত্য ও ন্যায়ের পক্ষে জয় আমারই হবে ইনশাআল্লাহ।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |