- প্রচ্ছদ
-
- রংপুর
- কুড়িগ্রামে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন
কুড়িগ্রামে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন
প্রকাশ: ১ জানুয়ারি, ২০২৩ ৯:৪৮ পূর্বাহ্ণ
রফিকুল ইসলাম , কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।সারা দেশের ন্যায় কুড়িগ্রাম জেলায় ইংরেজি নববর্ষের পহেলা তারিখে সরকারি আধা সরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। জেলা শহরের কুড়িগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে পহেলা জানুয়ারি রবিবার সকালে উৎসবমুখর পরিবেশে সকল শিক্ষার্থীদের হাতে সরকারি বই তুলে দেয়া হয়েছে। বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ নেতা সিনিয়র সাংবাদিক অলক সরকার, কুড়িগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক সরকার, সহকারী শিক্ষক এস এম মনজুরুল করিম, মাতংগিনী রানী, আইয়ুব আলী সরকার, ছামছুন্নাহার বেগম, আব্দুর রশিদ সরকার, ওয়াসিম উদ্দিন, হাফিজা খাতুন, রওশন আরা বেগম সহ শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।
Please follow and like us:
20 20