আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৫০
আশরাফুল হক রুবেল,কুড়িগ্রাম প্রতিনিধি : -কুড়িগ্রামের উলিপুরে চারটি ইউনিয়ন নিয়ে মন্ডলের হাট নামে একটি নতুন উপজেলা স্থাপনের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত উলিপুর উপজেলার মন্ডলের হাট বাজারে এ মানববন্ধনের আয়োজন করে ছাত্র শিক্ষক সহ স্থানীয় বাসিন্দারা। এতে চারটি ইউনিয়নের শিক্ষার্থী ও কৃষক শ্রমিক সহ সর্বস্তরের জনগন অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন. উলিপুর উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন মন্ডল, হাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বাতেন, বুড়াবুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের, বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমির প্রতিষ্ঠাতা ভুপতি ভুষন বর্মা, মুকুল মিয়া,অবসরপ্রাপ্ত শিক্ষক সেকেন্দার আলী, ছাত্র ছাত্রীসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, ১৩ টি ইউনিয়ন নিয়ে গঠিত উলিপুর উপজেলার বুড়াবুড়ি, হাতিয়া, বেগমগন্জ ও সাহেবের আলগা ইউনিয়ন ব্রহ্মপুত্র ও ধরলা নদী বেষ্টিত। ২০৭ বর্গ কিলোমিটার আয়োতনের এই চারটি ইউনিয়নের চুয়াল্লিশটি চরের মানুষসহ দুই লক্ষাধিক মানুষ দীর্ঘদিন ধরে মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। এসব মানুষ যোগাযোগ ব্যবস্থা ও দুরত্বের কারনে উলিপুর উপজেলা প্রশাসন থেকে সকল সুবিধা নিতে পারেনা। ফলে জীবন যাত্রার মান উন্নয়নে কর্মসংস্থান,আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সহ মৌলিক অধিকার সমূহ নিশ্চিতকরনে চারটি ইউনিয়ন নিয়ে মন্ডল হাট নামে একটি নতুন উপজেলা বাস্তবায়নের দাবি জানান বক্তারা। এ সময় তারা আরো বলেন আমরা ১৯৯৮ সাল থেকে নতুন উপজেলা /প্রশাসনিক থানা স্থাপনের দাবি জানিয়ে আসছি। এ বিষয়ে বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের স-ুদৃষ্টি কামনা করেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |