আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৭:২৬
আশরাফুল হক রুবেল,কুড়িগ্রাম প্রতিনিধি:-কুড়িগ্রামে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ সহযোগিতায় স্থ’ানীয় সংস্থা ইএসডিওর আয়োজনে জন্ডার রেসপন্সিভ স্কুল অ্যান্ড কমিউনিটি সেফটি ইনিশিয়েটিভস” প্রজেক্টের শিখন বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের ”স্বপ্নকুড়ি” সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থি’ত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুড়িগ্রাম। এম.ডি. বোরমান হোসেন । ইএসডিও এর উপদেষ্টা অটল কুমার মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর আলী এ আর রেজা, মোঃ রোকনুল ইসলাম উপ-পরিচালক সমাজকল্যাণ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কামরুল হাসান পিএফএম , জেলা পশু সম্পদ কর্মকর্তা আব্দুল হাই সরকার,, জেলা শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম, জেলা সিনিয়র ষ্টেশন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল কর্মকর্তা মো: শরিফুল ইসলাম,প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর হেড অফ সেন্ট্রাল এ্যান্ড নর্দান রিজিয়ন প্রোগ্রামস আশিক বিল্লাহ ,বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক,জনপ্রতিনিধি,শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সভায় অংশগ্রহন করে।
সভায় এই প্রকল্পের বিভিন্ন সুবিধা এবং আগামীতে এই প্রকল্প থেকে কিভাবে আরো সুবিধা পাওয়া যেতে পারে সে বিষয়ে আলোচনা হয়। বিদ্যালয় এবং বিদ্যালয় সংলগ্ন এলাকায় দুর্যোগ সহনশীল নিরাপদ পরিবেশ গড়ে তোলার সাথে জড়িত সংশ্লিষ্ট সকলের নেতৃত্বে স্বীকৃতি দেওয়া এবং উৎ্সাহিত করা যাতে করে অংশগ্রহনকারীরা অনুপ্রাণিত হয় এবং প্রকল্পের কাজ শেষ হওয়ার পরেও তারা তাদের কার্যক্রম অব্যাহত রাখে।
বক্তারা জানান,দুর্যোগ সহনশীল নিরাপদ বিদ্যালয়ের পরিবেশ নিশ্চিতকরণে নাগেশ্বরী উপজেলায় বৃদ্ধি পেয়েছে সচেতনতা। এই সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে “জেন্ডার রেসপন্সিভ স্কুল অ্যান্ড কমিউনিটি সেফটি ইনিশিয়েটিভস” প্রজেক্ট। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থ’া প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ সহযোগিতায় স্থ’ানীয় সংস্থা ইএসডিও এই প্রকল্পটি বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, বিদ্যালয় ব্যবস্থ’াপনা কমিটি, ওয়ার্ড় এবং ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থ’াপনা কমিটির সমন্বয়ে এক সাথে কাজ করছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |