আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:০৬
আশরাফুল হক রুবেল,কুড়িগ্রাম প্রতিনিধি:-কুড়িগ্রামে বন্যায় প্রায় ৮ হাজার হেক্টর জমির ফসল ও সব্জি পানির নীচে তলিয়ে গেছে।এর ফলে নষ্ট হয়ে গেছে অনেক কৃষকের সব্জিক্ষেত ।এ কারনে চাহিদার চেয়ে বাজারে সব্জির আমদানি কম থাকায় কুড়িগ্রামের বাজারে বেড়েছে সব ধরনের সব্জির দাম ।কুড়িগ্রাম সদরের ৬ টি ইউনিয়নে এ বার বন্যার পানি উঠেছে। ১৫ দিন ধরে সব্জি ক্ষেত পানির নিচে থাকায় গাছ মরে যাচ্ছে। তাছাড়া বন্যার কারনে পথ ঘাট ডুবে থাকায় একারনেও চাষিরা সব্জি বাজারে আনতে পারছেনা।
সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচামরিচের । ৩ দিনের ব্যবধানে কেজিতে ২শত টাকা বেড়ে আজ কুড়িগ্রামের জিয়া বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩৫০ টাকা থেকে ৪শত টাকা দরে। এছাড়া করল্যা ১২০ টাকা ,বেগুন ৮০,ঝিঙ্গে ৬০ টাকা,পটল ৫০ টাকা,আলু ৬০ টাকা,মাঝারী সাইজের লাউ ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।একটা ছোট চালকুমড়া বিক্রি হচ্ছে ৫০ টাকায়।বন্যার আগের অবস্থা আর এখনকার বাজার প্রায় দ্বিগুন বলা চলে।অন্যদিকে বাজারে শাক নেই বললেই চলে।
কুড়িগ্রাম কদম তলা এলাকার সবজি চাষি আনোয়ার বলেন,২ একর জমির পটল ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। আর কোন ফসল পাব না। একই এলাকার জলিল জানান তার ২ বিঘা বেগুন ক্ষেত পানির নিচে। নয়ারহাট,যাত্রাপুর আর পাঁচগাছি এলাকার চাষিদের অবস্থাও একই।
বাজারে এখন যে সব্জি পাওয়া যাচ্ছে তার অধিকাংশই চালানি বলে জানালেন বিক্রেতা মোঃ মজনু।তিনি আরো জানান,দাম প্রতিদিন বাড়ছে। আমাদের কেনা অনেক বেশি তাই বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। কুড়িগ্রাম জিয়া বাজারের বিক্রেতা জাহাঙ্গির বলেন, বন্যার কারনে বাজারে সব্জির সরবরাহ কম তাই দাম বেশি
ক্রেতারা অতিরিক্ত দামে পন্যক্রয় করতে হিমশিম খাচ্ছেন।তারা বলছেন বন্যার কারনে ব্যবসায়িরা অতিরিক্ত দামে জিনিস বিক্রি করছে।গতকাল যে কাঁচামরিচ ২৫০ টাকা দরে কিনেছি আজ তা ৪ শত টকা দর। তারা বাজার মনিটরিংএর দাবি জানিয়েছে।।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |