- প্রচ্ছদ
-
- রাজধানী
- কুমিল্লার ঘটনা আওয়ামী সরকারের পরিকল্পিত: রুহুল কবির রিজভী
কুমিল্লার ঘটনা আওয়ামী সরকারের পরিকল্পিত: রুহুল কবির রিজভী
গতকাল শুক্রবার (১৫ অক্টোবর), জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে
প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২১ ৬:২২ পূর্বাহ্ণ
বিডি দিনকাল ডেস্ক :- কুমিল্লার ঘটনা সরকার (আওয়ামী লীগ) পরিকল্পিতভাবে ঘটিয়েছে মন্তব্য করে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ব্যর্থতা আড়াল করে বিশ্বে নিজের ভাবমূর্তি ভালো করার জন্য সরকার এটা করেছে।
তিনি বলেন, কুমিল্লার ঘটনা ঘটানোর কারণ হলো আওয়ামী লীগের ব্যর্থতা, গণতন্ত্রহীনতা আর জোর-জবরদস্তি করে ক্ষমতা দখল করে থাকার জায়গা থেকে বিশ্বে নিজের ভাবমূর্তি ভালো করা। তারা দেখাচ্ছেন, এই দেশে সাম্প্রদায়িক যাই হোক আমরা কঠোরহস্তে দমন করতে পারি। কাল থেকে প্রধানমন্ত্রী ও অন্য মন্ত্রীরা তা-ই বলছেন। তার মানে কুমিল্লার ঘটনা পরিকল্পিত, সাজানো ও চক্রান্তমূলক।
সরকারের যে কোনো উসকানিতে’ প্রতিক্রিয়া না দেখিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ‘বজায় রাখার’ অবস্থান নিয়েছে বিএনপি এ কথা জানিয়ে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আমার দলের পক্ষ থেকে বলা হয়েছে, সারাদেশের সকল সম্প্রদায়, আমাদের অতীত ঐহিত্য অনুযায়ী আমরা দৃঢ় বন্ধনের মধ্য দিয়ে, যে কোনো উসকানির মধ্যে আমরা ঐক্য বজায় রাখব, আমাদের দৃঢ় বন্ধন আমরা বজায় রাখব।
এই সরকারের কোনো উসকানির মুখে আমরা কেউ কোনো প্রতিক্রিয়া দেখাব না। আবহামান বাংলার ইতিহাস-ঐতিহ্য- সেটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির।
গতকাল শুক্রবার (১৫ অক্টোবর), জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
২০ দলীয় জোটের অন্যতম শরিক ‘বাংলাদেশ জাতীয় দল’ এর উদ্যোগে ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের’ দাবিতে এই মানববন্ধন হয়।
Please follow and like us:
20 20