আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৩৪
কুমিল্লা;-কুমিল্লার নাঙ্গলকোটে ফয়েজ আহম্মদ (৪৫) নামে এক ডাকাত নিহতের ঘটনায় তিন ডাকাতকে আটক করেছে থানা পুলিশ। সোমবার গভীর রাতে চট্টগ্রামের পাহাড়তলী ও আকবরশাহ্ এলাকা থেকে পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়। নিহত ওই ডাকাতের বাড়ী চট্টগ্রামের চন্দনাইশ গ্রামে।
আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। অটককৃতরা হলেন, উপজেলার হিয়াজোড়া গ্রামের আবুল কাশেমের ছেলে জাহাঙ্গীর আলম (৩১) ও ভোলাইন গ্রামের আব্দুল হাকিমের ছেলে শাহিন ওরফে শাজু (২৯) এবং দাউদকান্দি উপজেলার জুরানপুর গ্রামের মৃত গোবর্দ্ধন চন্দ্র সাহার ছেলে রঞ্জন চন্দ্র সাহা (৩৫)।
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর গভীর রাতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুস সাত্তারের ঘরের গ্রিল কেটে প্রবেশ করে তার স্ত্রী মালেকা বেগম ও তার প্রতিবন্ধী ছেলে মাসুদকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে। এসময় ঘরে থাকা নগদ দুই লাখ টাকা ও স্বর্নলঙ্কার লুট করে নিয়ে যাওয়ার সময় মসজিদে মাইকিং করে গ্রামে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিলে কয়েক গ্রামের লোকজন একত্রিত হয়ে ফয়েজ আহম্মদকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলে সে মারা যায়। পরে এঘটনায় সেনা সদস্যর স্ত্রী মালেকা বেগম বাদী হয়ে একটি মামলাদায়ের করেন।
এ বিষয়ে থানার পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম বলেন, তারা স্থান বদল করায় ওই সময় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরে প্রযুক্তির সহায়তায় সোমবার রাতে চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে আকবরশাহ ও পাহাড়তলী থানার পুলিশের সহযোগিতায় তিন ডাকতকে গ্রেপ্তার করতে সক্ষম হই।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |