আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:১৮
কুমিল্লা :- কুমিল্লা নগরীতে গত মঙ্গলবার রাতে শাসনগাছা এলাকায় বিজিবি’র ওপর চোরাচালানিদের হামলা, গাড়ি ভাঙচুর ও আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ বিজিবি’র অধীন বিবির বাজার বিওপির হাবিলদার মো. ইবনে মিজান বাদী হয়ে গতকাল কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় ৮ জনকে এজাহারনামীয় ও ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
মামলায় অভিযোগ করা হয়েছে, বিজিবি সীমান্তে টহলকালীন সময়ে গোয়েন্দা তথ্যের মাধ্যমে চোরাচালানের খবর পেয়ে নগরীর শাসনগাছা রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। চোরাচালান বিরোধী টাস্কফোর্সের এ অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা। এ সময় নগরীর শাসনগাছা রেলগেট সংলগ্ন ম্যাক্স কোম্পানির গেটের পশ্চিম পার্শ্বে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে এজাহারনামীয় আসামি আসমা বেগম ও তার স্বামী কামাল হোসেন ২টি কাগজের কার্টন ফেলে পালানোর চেষ্টা করে। এ সময় কামালকে আটক করা হয় এবং আসমা পালিয়ে যায়। ওই ২টি কার্টনে তল্লাশি করে ১৭২৮ পিস ভারতীয় চকলেট জব্দ করা হয়।
মামলার বাদী বলেন, আসমা বেগমসহ এজাহারনামীয় আসামি সাদ্দাম, আজাদ, রুবেল, খুকী, মো. আলো, মো. হোসেনসহ অজ্ঞাতনামা ১০-১৫ জন ঘটনাস্থলে এসে অতর্কিতভাবে হামলা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও বিজিবি’র সরকারি গাড়ি ভাঙচুর করে এবং আটক আসামি কামালকে ছিনিয়ে নেয়। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |