আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৮:৫৬
মোহাম্মদ জালাল উদ্দিন ,কুয়েত সিটি :- কুয়েত ডাইরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন জানিয়েছে যে উপযুক্ত কর্তৃপক্ষের নির্দেশের ভিত্তিতে কোনও যাত্রী কুয়েত মোসফার অ্যাপে নিবন্ধন না করে কুয়েতের ফ্লাইটে উঠতে পারবেন না।
নিষিদ্ধ দেশের যাত্রীরাঃ২১ শে ফেব্রুয়ারি থেকে কুয়েতে আগত সকল যাত্রীদের নিজস্ব ব্যয়ে দুটি পিসিআর পরীক্ষা করা হবে, কুয়েত মোসফার অ্যাপের মাধ্যমে অর্থ কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান সংস্থা বা গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্টদের মাধ্যমে প্রদান করা হবে।
২১ শে ফেব্রুয়ারী রবিবার থেকে প্রতিবন্ধী দেশগুলি থেকে আগত সমস্ত যাত্রী স্থানীয়ভাবে অনুমোদিত হোটেলগুলিতে নিজস্ব ব্যয়ে ১৪ দিনের কোয়ারান্টিন সাপেক্ষে থাকবে, সমস্ত ব্যবস্থা অবশ্যই কুয়েত মোসাফার বা বেলসালামাহ অ্যাপের মাধ্যমে করতে হবে
নিষিদ্ধ দেশগুলির যাত্রী:স্থানীয়ভাবে অনুমোদিত হোটেলগুলিতে অন-সীমাবদ্ধ দেশগুলির যাত্রীদের তাদের নিজস্ব ব্যয়ে ৭ দিনের প্রতিষ্ঠানের কোয়ারান্টিন দেওয়া হবে, সমস্ত ব্যবস্থা অবশ্যই কুয়েত মোসাফার বা বেলসালামাহ অ্যাপের মাধ্যমে করতে হবে।
পিসিআর পরীক্ষা negative ৭ দিনে সঞ্চালিত হবে, ফলাফলটি নেতিবাচক হলে, হোম কোয়ারান্টিনের একটি ৭ দিনের সময়সীমা সম্পন্ন হবে।
সকল গৃহকর্মী বেলসালামাহ অ্যাপের মাধ্যমে কুয়েতে প্রবেশের জন্য গৃহীত হতে থাকবে।
সমস্ত এয়ারলাইন্সের উপরোক্ত নির্দেশিকাগুলি মেনে চলতে হবে যে কোনও লঙ্ঘনের এয়ারলাইনসকে দায়ী করা হবে এবং প্রাসঙ্গিক জরিমানার শিকার করা হবে।
সূএঃআরব টাইমস কুয়েত।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |