আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৫৭
স্টাফ রিপোর্টার: কুয়েতে ২০ হাজার বাংলাদেশিকে পাঠিয়ে প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা আয়ের অভিযোগ উঠেছে লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের বিরুদ্ধে। কুয়েতের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এ দাবি করছে।
রবিবার (১৬ফেব্রুয়ারি) বিকেলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ প্রবাস বার্তাকে জানিয়েছেন, বিষয়টি জানার পর তিনি বিএইটির মহাপরিচালক শামছুল আলমকে এর সঠিক তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন। এছাড়াও প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কুয়েতের শ্রমবাজারের স্বার্থে এই বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে বলেও জানান তিনি।
দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমগুলো সম্প্রতি শুরু হওয়া মানবপাচারকারী সিন্ডিকেটগুলোর বিরুদ্ধে কুয়েত সরকারের সাঁড়াশি অভিযান নিয়ে সিরিজ রিপোর্ট প্রকাশ করছে। সেখানে ওই এমপি ছাড়াও আরও দুজনের নাম এসেছে।
এ বিষয়ে বাংলাদেশ মিশনের হেড অব চ্যান্সারি মোহাম্মদ আনিসুজ্জামান বলছে, ওই এমপিকে নিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমে রিপোর্ট প্রকাশের পর কুয়েত সিআইডিতে তারা তাৎক্ষণিক যোগাযোগ করেছেন। সিআইডি থেকে মারাতিয়া কুয়েতি গ্রুপ অব কোম্পানীজ এর সত্বাধিকারী কাজী শহীদ ইসলাম পাপুলের সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মানবপাচার রোধে কুয়েত কঠোর অবস্থান নিয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে দেশটির ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডির অভিযানের মুখে বাংলাদেশের এই এমপি ইতিমধ্যে কুয়েত ছেড়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে হাই কমিশন সূত্র জানিয়েছে, সংসদ সদস্য পাপুল কুয়েতে নেই এটাও নিশ্চিত করেছে সিআইডি। তবে কুয়েতি সংবাদ মাধ্যমে একজন গেপ্তারের যে খবর বেরিয়েছে তার বিস্তারিত জানতে সিআইডিকে চিঠি দিয়েছেন বলেও জানান তিনি।(16-2-2020)
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |