আজ বুধবার | ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১লা রজব, ১৪৪৬ হিজরি | রাত ৯:০৪
মুহাম্মদ জালাল উদ্দিন কুয়েত—-কুয়েত সিটি, ২৪ জুলাই ২০২১,-কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার করোনা ভাইরাস-সংক্রান্ত ছয়জনের মৃত্যু নিবন্ধন করেছে,চারটি গত ২৪ ঘন্টা ৯৮৭ সংক্রমণ রেকর্ড করার সময়, টিকা দেওয়া হয়নি। মন্ত্রণালয়ের মুখপাত্র ডাঃ আবদুল্লাহ আল সানাদ, এক বিবৃতিতে বলেছেন, মোট মৃত্যু ২,২৭৯ এ পৌঁছেছে এবং নিবন্ধিত সংক্রমণে ৩,৯১,৭৮১ জন শীর্ষে রয়েছে। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ১,৪৭৯ জন পুনরুদ্ধার করে মোট ৩,৭৪,৯৮৬ জন পৌঁছেছেন এবং সংক্রমণে পুনরুদ্ধারের শতকরা হার ছিল ৯৫.৭১। আল-সানাদ জানিয়েছেন, নিবিড় পরিচর্যা ইউনিটে ৩১৮ জন কোভিড -১৯ রোগী রয়েছেন, এবং ১৪,৫১৬ জন চিকিৎসা সেবা নিচ্ছেন। তিনি আরও জানান, হাসপাতালে এক হাজার ১১৩ জন রোগী রয়েছেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবা কর্মীরা মহামারীটি ছড়িয়ে পড়ার পর থেকে গত ২৪ ঘণ্টায় ১২,৪৬৬ টি সোয়াব পরীক্ষা করেছেন তিনি যোগ করেছেন যে নতুন সংক্রমণ থেকে-সোয়াব অনুপাতের শতাংশ ছিল ৭.৯২। আল-সানাদ জানিয়েছেন, আহমদী প্রদেশে সংক্রমণের পরিমাণ শতকরা ২৮, হাওয়ালি ২৩, ফারওয়ানিয়া ২১,আল-জাহারা ১৪ ও রাজধানী সিটিতে ১৪।
সূএঃস্বাস্হ্য মন্ত্রণালয় কুয়েত।
Dhaka, Bangladesh বুধবার, ১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:20 AM |
Sunrise | 6:41 AM |
Zuhr | 12:02 PM |
Asr | 3:03 PM |
Magrib | 5:23 PM |
Isha | 6:44 PM |