আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৩৩
pnbd24:-কুয়েত প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্য রাষ্ট্রদূত এস এম আবুল কালাম একটি ভিডিও বার্তা প্রচার করছেন। সেখানে তিনি ফেসবুক এবং ইউটিউবে সাম্প্রতিক সময়ে দূতাবাস, দূতাবাসের এক কর্মকর্তা এবং কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনীকে জড়িয়ে বিভ্রান্তিকর, মিথ্যা বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত কিছু তথ্য এবং সংবাদ পরিবেশন হচ্ছে বলে দাবি করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, যেসব ভুয়া আইডি ব্যবহার করে কিংবা বিভিন্নভাবে এগুলো প্রচার করা হচ্ছে তাদের চিহ্নিত করতে তিনি কুয়েত সরকার এবং বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করছেন। পরবর্তীতে অর্থাৎ চিহ্নিত হওয়ার পরপরই তিনি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা (মামলাসহ অন্যান্য) নিবেন বলেও হুশিয়ার করেছেন।
২ মিনিট ১৯ সেকেন্ডের ওই ভিডিও বার্তার শুরু, সমাপ্তি এবং মধ্যখানে রাষ্ট্রদূত কমপক্ষে ৩ বার করে বানাউট (বানোয়াট), মিথ্য এবং উদ্দেশ্যপ্রণোদিত এই ৩টি শব্দ (মোট ৯ বার) ব্যবহার করেছেন। ‘এর সঙ্গে সত্যের কোনো সম্পর্ক নেই’ এই লাইনটিও ৩ বার করে উল্লেখ করেছেন তার সোয়া দুই মিনিটের বার্তায়। তবে রাষ্ট্রদূত একবারের জন্য ঘটনাটি কি? আকারে বা ইঙ্গিতেও তা প্রকাশ করেননি। ফলে অনেকে বিভ্রান্ত হচ্ছেন। কী ঘটনা, কোন তথ্যে বিভ্রান্তি ছড়িয়েছে নেটিজেনরা তা জানতে অনেকে দূতাবাসের অফিসিয়্যাল ফেসবুক পেজে (যেখানে ভিডিও প্রচার হয়েছে) প্রশ্ন রেখেছেন।
সন্ধ্যায় মানবজমিনের তরফে যোগাযোগ করা হলেও রাষ্ট্রদূত কী প্রসঙ্গে বার্তা প্রচার করলেন তা খোলাসায় অপারগতা প্রকাশ করেন। বলেন, “আমি আমারটা বলেছি, যে যা বুঝবার বুঝে নিক। আমার টার্গেট ছিল প্রবাসী বাংলাদেশি কমিউনিটি, তারা বুঝলেই চলবে।”
নেটিজেনদের প্রতিক্রিয়া:-১৩ই জুন বাংলাদেশ সময় মধ্যাহ্নে দূতাবাসের অফিসিয়্যাল ফেসবুক পেজে ভিডিও বার্তাটি প্রচার করার পর সাত ঘন্টায় ২২ হাজার মানুষ এটি দেখেছেন, ৪২২ জন শেয়ার করেছেন। ২৯৫ জন কমেন্ট বা মন্তব্য করেছেন। লাইক, ডিসলাইক বা অন্য সাঙ্কেতিক চিহ্ন দেখিয়ে নিঃশব্দে প্রতিক্রিয়া দেখিয়েছেন হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী। এটি অব্যাহত রয়েছে।
স্বপন আলী নামের একজনের কমেন্ট ছিল এমন “স্যার আপনি প্রবাসীদের কাজের কথা তো কিছুই বললেন না। অনেক মানুষ সমস্যার মধ্যে আছে। বিশেষ করে পাসপোর্টের সমস্যা। অনেক ক্লিনিং কোম্পানির লোকদের বেতন নাই। তাদের খাবারের জন্য অনেক কষ্ট করতে হচ্ছে। তিন মাস যাবত ডিউটি নাই। অনেক মানুষ দেশে যাওয়ার জন্য টিকেট কেটে ছিলো, তারা এখন কিভাবে যেতে পারবে একটুও বললেন না। আপনি কি বললেন আমরা কিছুই বুঝতে পারলাম না।”
স্বপন আলীর কমেন্টটি ২৬ জন লাইক ও লাভ চিহ্ন দেখিয়ে সমর্থন করেছেন।
নাজির ইসলাম নামের একজন লিখেছেন- “স্যার আপনার বক্তব্য শুনে অনেক কষ্ট হচ্ছে, ধিক্কার জানাই নিজকে নিজে। আপনাদের মত লোকের হাতে দায়িত্ব থাকার কারণে কিন্তু প্রবাসীরা আজ অসহায়। আপনাকে আর কি বলব, আসলে আমাদেরই কপাল খারাপ, কপাল পোড়া জাতি আমরা। আপনি প্রবাসীদের বিভ্রান্ত না হতে বলার জন্য কি দায়িত্ব পেয়েছেন? যারা প্রবাসে আছে তারা মোটামুটি ভালভাবেই জানে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। যাই হোক জীবনের শেষবেলায় দেশের মানুষের কথা বিবেচনা করে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। সাদাকে সাদা আর কালোকে কালো বলার চেষ্টা করুন। ধন্যবাদ”
মিস্টার ইসলামের ওই কমেন্ট ২০টি লাইক পড়েছে। তবে ২৯৫ কমেন্ট বা লিখিত প্রতিক্রিয়ার মধ্যে ইনামুল নামের একজনের প্রতিক্রিয়া সবচেয়ে বেশ লোক পছন্দ করেছেন। তার ভাষ্যটি ছিল এমন “সত্যটা কি প্রকাশ করুন। আর কোন বিষয়ে মিথ্যা প্রকাশ করা হয়েছে সেটাই তো বুঝলাম না। মাথার উপর দিয়া গেল। পারলে ভিডিওটা আবার বানান, বিস্তারিত বলেন। আপনি বক্তব্য দিতে গিয়ে কতবার আটকে গিয়েছেন।”
এ মন্তব্যে সর্বোচ্চ ৫০টি লাইক পড়েছে। ওই ভিডিও বার্তায় আরও অনেক নেতিবাচক কমেন্ট পড়েছে। যাতে রাষ্ট্রদূতকে তীর্যক ভাষায় আক্রমণও করা হয়েছে। কুয়েতে সম্প্রতি মানবপাচার, ভিসা বাণিজ্য এবং মানি লন্ডারিংয়ের দায়ে সিআইডির হাতে আটক সংসদ সদস্য ধনকুবের কাজী শহিদ ইসলাম পাপুলের বেনিফিশিয়ারিরা দূতাবাসে ঘাঁপটি মেরে বসে আছে এবং তাদের কারও প্ররোচণায় এই ভিডিও বার্তা তৈরি এবং প্রচার হয়েছে বলেও অভিযোগ তুলে মন্তব্য করেছেন অনেকে। তবে দূতাবাসের প্রতিনিধি বা পেইজ এডমিনের তরফে নেটিজেনদের সেই সব মন্তব্যের পাল্টা কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি।(14-6-2020)
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |