আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৩:৪৯
মৌলভীবাজারে কুলাউড়া থানার দুর্গম পাহাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
আজ শনিবার সকাল ৭টার দিকে সিটিটিসির সোয়াট টিমের সদস্যরা বাড়িটিতে অভিযান শুরু করে। অভিযানের নাম দেয়া হয় ‘অপারেশন হিলসাইড’।
অপারেশন শেষে সিটিটিসির অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ আসাদুজ্জামান বিপিএম-বার সাংবাদিকদের জানান, কুলাউড়ার কর্মদা ইউনিয়নের পূর্ব টাট্টিউলি গ্রামের একটি বাড়িতে জঙ্গি রয়েছে এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ৮টার পর থেকে বাড়িটি ঘিরে রাখে আইশৃঙ্খলা বাহিনী। সকালে অভিযান চালিয়ে ৪ জন পুরুষ ও ৬ জন নারীকে গ্রেফতার করা হয়। তাদের সঙ্গে তিন শিশুও রয়েছে।
তিনি বলেন, আটক ব্যক্তিরা ‘ইমাম মাহমুদের কাফেলা’নামের নতুন একটি জঙ্গি সংগঠনের সদস্য। ওই বাড়ি থেকে বিস্ফোরক ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে।সূত্র:ডিএমপি
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |