আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:০৪
মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :- ৩৬তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস্ প্রতিযোগিতা ২০২০ইং এ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারী এবং বিজয়ী অ্যাথলেটদের গত সোমবার সংবর্ধনা প্রদান করেছে কুড়িগ্রাম ক্রীড়া উন্নয়ন সমিতি। অংশগ্রহনকারী খেলোয়ারবৃন্দ ব্যক্তিগত ও দলীয় ইভেন্টে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক গ্রহন করেন। ১০০ মিটার ও ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জয় করেছে রেখা আক্তার। স্বপ্না খাতুন যিনি বিকেএসপি’তে পড়াশুনা করছে। তিনি হাই জাম্পে স্বর্ণ জয় করেছে। ১০০ মিটার রিলেতে দলগত ভাবে রৌপ্য জিতেছে যথাক্রমে স্বপ্না খাতুন, মায়া আক্তার, জান্নাতুল ফেরদৌস, রেখা আক্তার। কিশোরদের ১০০ মিটার রিলেতে দলগত ভাবে ব্রোঞ্জ জিতেছে যথাক্রমে রাকিব উদ্দীন, দিগন্ত কুমার, সাঈদ আলম, মিনহাজুল। ৪০০ মিটার রিলেতে দলগত ভাবে ব্রোঞ্জ জিতেছে যথাক্রমে সোহেল রানা, সবুজ আলম, শাওন আহমেদ, রাকিবুল ইসলাম। ১০০ মিটার স্প্রিন্টে রৌপ্য জিতেছে খায়রুল হাসান লেমন। কুড়িগ্রামের কৃতি সন্তান অ্যাথলেটদের সাফল্যের বিষয়টি তুলে ধরে কুড়িগ্রাম অ্যাথলেটিকস্ দলের প্রশিক্ষক সোহেল রানা বাবু জানায়, ধারাবাহিক কঠোর প্রশিক্ষন নিয়মিত উপস্থিতি ও জেলা ক্রীড়া সংস্থার অভিভাবকগনের হ্যাঁ বোধক উদার মানসিকতা ও সহযোগিতার জন্য সাফল্য অর্জন সম্ভব হয়েছে। অ্যাথলেটদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আবু মোঃ সাঈদ হাসান লোবান, কুড়িগ্রাম ক্রীড়া উন্নয়ন সমিতির প্রতিষ্ঠাতা ফুটবল বিপ্লবী জালাল হোসেন লাইজু, পরিকল্পনা পর্ষদের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মামুনুর রশীদ, আল মুসতাক্বীম বিল্লাহ্ মিশু, নাজমুল হুদা লাকু, সাধারন সম্পাদক ইকবাল রাব্বী, প্রচার সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব প্রমুখ। কুড়িগ্রামকে আধুনিক ক্রীড়া নগরী গড়তে প্রতিজ্ঞাবদ্ধ কুড়িগ্রাম ক্রীড়া উন্নয়ন সমিতি। ফুটবল বিপ্লবী জালাল হোসেন লাইজুর দিকনির্দেশনায় ও প্রত্যক্ষ হস্তক্ষেপে অতি দ্রæত সময়ে জেলার ক্রীড়া অংগনে অন্যতম অভিভাবকের দায়িত্ব পালন করছে এ সংগঠনটি।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |