আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৮:৩৫
এস,এম,আশরাফুল হক রুবেল,কুড়িগ্রাম প্রতিনিধি : -সারাদেশের ন্যায় কুড়িগ্রামে করোনা সংক্রমন বাড়লেও করোনা স্যাম্পল টেস্টে গতি নেই গত ১৩ মাসে।এ পর্যন্ত জেলায় স্যাম্পল টেস্ট হয়েছে মাত্র ৭হাজার ১ শত ৩১ জনের।সীমান্তবর্তী এবং শ্রমজীবী জেলায় যা জনসংখ্যার তুলনায় অতি নগন্য।এদিকে শুক্রবার কুড়িগ্রামে ৬ জনের দেহে করোনা পজেটিভ হয়েছে। গত ৭ দিনে জেলায় আক্রান্ত হয়েছে ২৮জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হলেন ১০৬২ জন এর মধ্যে সুস্থ হয়েছেন ১০২৮ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন।
কুড়িগ্রামে করোনা স্যাম্পল টেস্টের পরিমাণ একেবারেই কম । জেলায় ১ বছর ১ মাসে করোনা স্যাম্পল টেস্ট করা হয়েছে মাত্র ৭ হাজার ১ শত ৩১ জনের। ২২ লক্ষ লোকের বসবাস কুড়িগ্রাম জেলায়।এ তুলনায় এই টেস্টের পরিমাণ অতি নগন্য।এখানে শুধুমাত্র করোনা স্যাম্পল টেস্ট করা হয় ডাক্তার যাদের টেস্ট করার জন্য নির্দেশ প্রদান করেন তাদেরই।জেলা সদর ও নয় উপজেলায় কোন পিসিআর ল্যাব না থাকায় স্যাম্পল টেস্টের পরিমান কম বলে জানান সংশ্লিষ্টরা। অন্যদিকে রংপুর থেকে টেস্ট করার ফলে দেখা যায় আক্রান্ত ব্যাক্তি জনসাধারণের সংশ্রবে আসার ৩ দিন পর তার ফলাফল আসে পজেটিভ।এ নিয়ে জেলাবাসীর মধ্যে আতঙ্ক কাজ করে।কুড়িগ্রামের কয়েকজন চিকিৎসক জানান,এখানে পিসিআর ল্যাব স্থাপন হলে করোনা টেস্ট সংখ্যা কয়েকগুন বেশি হতো।
সিভিল সার্জন কুড়িগ্রাম ডাঃ হাবিবুর রহমান জানান,গত ১ বছরে আমরা পরিস্থিতি সফলতার সাথে সামাল দিয়েছি। বর্তমানে আক্রান্তদের মধ্যে কুড়িগ্রাম সদর হাসপাতালে আইসোলেশনে আছেন ৪ জন আর হোম আইসোলেশনে রয়েছেন ৩০ জন। তিনি আরো জানান,আক্রান্তদের অবস্থা আশঙ্কাজনক নয়।
এদিকে কুড়িগ্রামে করোনা ভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ প্রদান শুরু হয়েছে।এ পর্যন্ত জেলায় অনলাইন রেজিস্ট্রেশন করেছে ৫৯ হাজার ৯শ ৯৬ জন।এর মধ্যে ভ্যাক্সিনের ডোজ নিয়েছেন ৪৪ হাজার ৬শ ৯৬ জন। গতকাল জেলায় ৩০০ ভায়াল ভ্যাক্সিন এসেছে যা দিয়ে ৩০ হাজার ডোজ দেয়া যাবে।কুড়িগ্রাম সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে এ ভ্যাক্সিন কার্যক্রম চলমান রয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |