আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:৫৪
মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ-কুড়িগ্রামের রাজারহাট উপজেলাধীন কেন্দ্রা এলাকার মৃত আফতাব উদ্দিনের পুত্র মোঃ বাবুল হোসেন ও দুধ খাওয়া এলাকার মৃত মজি মন্ডলের পুত্র রাজারহাট সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক মোঃ রোস্তম আলীকে প্রতারণার দায়ে এক বছরের সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেছে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত, কুড়িগ্রাম এর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস।
এজাহার সূত্রে জানা যায়, সিআর ৭৪/২০ (রাজাঃ) নং মামলার বাদী রাজারহাট উপজেলাধীন কেন্দ্রা এলাকার মৃত আব্দুর রাজ্জাকের পুত্র মোঃ ইউনুছ আলী ৪ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের ২৫ শতাংশ জমি বিবাদী কেন্দ্রা এলাকার মৃত আফতাব উদ্দিনের পুত্র মোঃ বাবুল হোসেন এর নিকট ক্রয় করতে গিয়ে প্রতারণার শিকার হন। এ ঘটনায় বাদী মোঃ ইউনুছ আলীর অভিযোগের প্রেক্ষিতে স্বাক্ষী প্রমাণের ভিত্তিতে অত্র মামলার আসামী ১) মোঃ বাবুল হোসেন, পিতাঃ মৃত- আফতাব উদ্দিন, সাং- কেন্দ্রা ২) মোঃ রোস্তম আলী, পিতাঃ মৃত- মজি মন্ডল, সাং- দুধ খাওয়া, থানা- রাজারহাট, জেলা-কুড়িগ্রাম এর বিরুদ্ধে দ্যা প্যানেল কোড এর ৪০৬ ধারার অপরাধের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামীদ্বয়কে উল্লেখিত ধারায় দোষী সাব্যস্থ করে ০১ (এক) বছরের সশ্রম কারাদন্ড এবং ০৫ (পাঁচ) হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত, কুড়িগ্রাম এর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস গত ১১.০৪.২০২২ইং সিআর ৭৪/২০২০ (রাজাঃ) নং মোকদ্দমায় এ রায় ঘোষণা করেন। আসামীদ্বয় বর্তমানে কারাগারে রয়েছে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |