আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৪২
মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ -কুড়িগ্রামে ছোট বড় মিলে ১৬টি নদী রয়েছে। এসব নদ-নদীর অববাহিকায় প্রতি বছর বন্যায় শত শত বসত বাড়ি ও ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে অনেক পরিবার নিঃস্ব হয়ে যায়। তাই আগাম বন্যার আশংকায় ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে এসেছেন পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী জ্যোতি ঘোষ ও তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুস শহিদ। এসময় পরিদর্শন কালে আরও উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফুর ইসলাম ও উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ মাহমুদ হাসান প্রমুখ।
সোমবার (১৪ জুন,) দুপুরের কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘরিয়াল ডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট এলাকার তিস্তা নদীতে স্পার্ক বাঁধটি পরিদর্শনে আসেন উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী।
গত কয়েকদিন আগে তিস্তা নদীর বুড়ির হাট এলাকার স্পার্ক বাঁধটি ভারিবর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাঁধের প্রায় ৩০ মিটার ধসে যায়। পরে স্থানীয়রা ওই দিন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডকে খবর দিলে সেই রাতেই দ্রæত স্পার্ক বাঁধটি মেরামতের কাজ শুরু করেন পানি উন্নয়ন বোর্ড। বাঁধটি টেকসই করতে এবার জিও টিউব ব্যাগ দিয়ে ভাঙ্গনরোধে কাজ চলমান রয়েছে।
পরিদর্শনে এসে উত্তরাঅঞ্চলের প্রধান প্রকৌশলী জ্যোতি ঘোষ বলেন, আমরা এ বছর ভাঙ্গন কবলিত এলাকায় নতুন পদ্ধতিতে টিউব জিও ব্যাগ ফেলছি। আমরা আশা করছি এই টিউব জিও ব্যাগ দিয়ে ভাঙ্গন রোধ করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।
তিনি আরো বলেন, তিস্তা নদীর ভাঙন রোধে আমরা ইতোমধ্যে বেশ কিছু জরুরী প্রকল্প হাতে নিয়েছি। কাশিমবাজার এলাকায় জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ শুরু হয়েছে। ভাঙন রোধে দ্রæত স্থায়ী প্রকল্পের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও আশ্বাস দেন তিনি।
উল্লেখ্য, ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। গত এক মাসের ব্যবধানে তিস্তা নদীর ভাঙনে উপজেলার চর বজরা, পশ্চিম বজরা, পূর্ব বজরা, গোড়াইপিয়ার, থেতরাই পাকার মাথা, নাগড়াকুড়া টি-বাঁধ ও ব্রহ্মপুত্র নদের বালাডোবা, উত্তর বালাডোবা, ভোগলের কুঠি ও সীমান্তবর্তি সুন্দরগঞ্জ উপজেলার লকিয়ার পাড়, কাশিম বাজার এলাকার প্রায় ৫ শতাধিক বসত ভিটা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন আতংকে রয়েছে আশপাশের গ্রামের মানুষজন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |