আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৯:২১
মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ =কুড়িগ্রাম জেলার ঢুষমারা থানা পরিদর্শন করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম।
গত ০৩ মার্চ বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলার ঢুষমারা থানা পরিদর্শন করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম। তিনি প্রথমে চিলমারী নদী বন্দরে সকাল ১০ঃ০০ ঘটিকায় এসে উপস্থিত হন। এসময় ডিআইজি রংপুর রেঞ্জ মহোদয়কে কুড়িগ্রাম জেলায় স্বাগত জানান কুড়িগ্রাম পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।এরপর ব্রহ্মপুত্র নদী পাড়ি দিয়ে ডিআইজি, রংপুর রেঞ্জ মহোদয় ঢুষমারা ঘাটে উপস্থিত হয়ে থানার উদ্দেশ্যে রওনা করেন। থানায় যাওয়ার পথে ডিআইজি, রংপুর রেঞ্জ মহোদয় চর ঢুষমারা এলাকার বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং লোকজনের খোঁজ খবর নেন। থানা এলাকা পরিদর্শন শেষে ডিআইজি, রংপুর রেঞ্জ মহোদয় ঢুষমারা থানা পরিদর্শন করেন এবং থানার সকল অফিসার ও ফোর্স দের ব্রিফিং প্রদান করেন। থানা পরিদর্শন শেষে ডিআইজি, রংপুর রেঞ্জ মহোদয় ঢুষমারা থানা এলাকার গন্যমাণ্য ব্যক্তি, স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের সাথে মতবিনিময় ও আলোচনা সভায় উপস্থিত হন। এসময় বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, মাদক,জুয়া সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড নির্মূলে করনীয় সংক্রান্তে আলোচনা করা হয়। মতবিনিময় ও আলোচনা সভা শেষে জেলা পুলিশ, কুড়িগ্রামের আয়োজনে ঢুষমারা থানা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, এবং সকলেই উক্ত অনুষ্ঠান উপভোগ করেন।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |