আজ মঙ্গলবার | ১৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১:৪৯
বিশেষ প্রতিনিধি কুয়েতঃ-স্বতঃস্ফূর্তভাবে কুয়েতের ঝুঁকিমুক্ত এলাকার মসজিদগুলোতে পালিত হলো জুম্মাতুল বিদা অর্থাৎ বিদায়ী জুম্মা নামাজ।।মাহে রমজানের মহমান্বিত শেষ ১০ দিন।।এই শেষ ১০ দিনে বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র লাইলাতুলকদরকেও পালন করে থাকে।
এ নিয়ে মসজিদগুলো মুসুল্লিদের আগমনে কানায় কানায় ভরে উঠে।এই শেষান্তের জুম্মার দিনটিকে জুম্মাতুল বিদা অর্থাৎ বিদায়ী জুম্মার দিন হিসেবে ধর্মপ্রাণ মুসলমানেরা পালন করেন।এই মহামারী করোনার মধ্যে স্বাস্থ্য বিধি মেনে নামাজ আদায় করতে পেরে মুসুল্লিরা অনেক খুশী ও আনন্দিত।। সারাবিশ্বে চলছে মহামারী করোনার ভয়াল থাবা।। প্রতিদিন মারা যাচ্ছে হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে লাখো মানুষ।এই মহামারীতেও কুয়েতে সরকারের নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে মুসুল্লিরা আদায় করছেন তারাবী নামাজ ও কেয়ামে লাইল নামাজ। প্রার্থনা করছেন সকল মুসলিম উম্মার রোগমুক্তি ও করোনামুক্ত বিশ্ব হোক সকলের জন্য।এই করোনায় গত বছর মসজিদগুলো বন্ধ থাকায় পাঞ্জেগানা নামাজসহ তারাবী ও কিয়ামি লাইল নামাজ আদায় করতে পারেনি মুসুল্লিরা।এবার মসজিদগুলোতে স্বাস্থ্য বিধি মেনে নামাজ আদায় করতে পেরে মুসুল্লিরা অনেক খুশী। তাছাড়া গত শুক্রবার শেষ রমজানের জুম্মাতুল বিদা, বিদায়ী জুম্মা আদায় করতে পেরে তারা সকলেই আনন্দিত ও মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করেন।
মসজিদগুলোতে করোনা ঝুঁকি এড়াতে বয়ঃবৃদ্ধদের নামাজ নিষিদ্ধ ঘোষণা করেন দেশটির সরকার। সাথে মহিলাদেরও নামাজে আংশগ্রহনের নিষেধাজ্ঞা আরোপ করেন ধর্মমন্ত্রনালয়।প্রত্যেক মুসুল্লিকে নিজস্ব জায়নামাজ, সামাজিক দুরত্ব ও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছেন কুয়েত সরকার।।দেশটিতে এ পর্যন্ত ২ লাখ ৮২ জন আক্রান্ত ও ২ লাখ ৬৬ হাজার জন সুস্থতা লাভ করেন, শুক্রবার ১১ জন মৃত্যু বরণ করেন।।এ নিয়ে সর্বমোট ১৬২১ জন মৃত্যুবরণ করেন।।
Dhaka, Bangladesh সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:20 AM |
Sunrise | 6:40 AM |
Zuhr | 12:01 PM |
Asr | 3:02 PM |
Magrib | 5:22 PM |
Isha | 6:43 PM |