আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:০১
কুয়েত প্রতিনিধি:-কুয়েতে শুক্রবার বিকেলে রিগাই পার্কে উৎসবমুখর পরিবেশে পিঠা ও বসন্ত উৎসব উদযাপন হয়েছে।বাংলাদেশ দূতাবাস কুয়েতের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
পিঠা ও বসন্ত উৎসবে অংশগ্রহণ করেন কুয়েতে বিভিন্ন এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশী পরিবারের নারীরা হরেক রকমের শীতের বাহারি নকশা মুখরোচক সব ঐতিহ্যবাহী পিঠা নিয়ে সমবেত হন,এর মধ্যে ছিল নারিকেল দুধ পুলি,ভাপা পিঠা,মালপোয়া পিঠা,গোলাপ ফুল পিঠা,চিতই পিঠা,ফুলঝুরি পিঠা,মালপোয়া পিঠা,সেমাই পিঠা,পাটিসাপটা,আরো আছে সন্দেশসহ ইত্যাদি দেশের মজাদার সুস্বাদু ও নজর কাটা সব পিঠা।
উৎসবে কুয়েতের ৬০ জন গৃহিণী সর্বোচ্চ ৫০ রকমের বিভিন্ন বাহারি পিঠা প্রদর্শন করেন। এছাড়া বাংলাদেশের বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী অনেক রকমের বিরিয়ানি, কোরমা, মাছের রেসেপি তৈরি ও প্রদর্শন করা হয়।
বসন্ত উৎসবে কুয়েতে অবস্থানরত বিভিন্ন দেশের মিশন ও দূতাবাসের রাষ্ট্রদূত, কুয়েতে বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা পিঠা স্টল ঘুরে দেখেন বিভিন্ন পিঠা ও খাবারে স্বাদ গ্রহণ করেন। বাংলাদেশী খাবারের স্বাদ ও গুণগতমানের প্রশংসা করেন বৈদেশিক অতিথীরা।
প্রবাসী পরিবারগুলো বসন্তের সাজে বাসন্তী রংঙের পোশাকে নিজেকে সজ্জিত করেন নারী, পুরুষ ও শিশুরা। বন্ধুবান্ধব ও পরিবার নিয়ে দিনটি উৎসবমুখর পরিবেশে পালন করেন । উৎসবটি বাঙালির মরুর বুকে একখণ্ড এই যেন বাংলাদেশ
মিলন মেলায় পরিণত হয়। খাওয়া-দাওয়া, খেলাধুলা, আড্ডায় মেতে ছিল ছোট-বড় সবাই।
কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান দেশীয় পিঠায় মুগ্ধ হয়ে বলেন, এ যেন মরুর বুকে একখণ্ড বাংলাদেশ। বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে মিশে আছে পিঠা। আর তাই পিঠা বাঙালির জীবন ও লোকজ খাদ্য সংস্কৃতির এক অপরিহার্য অংশ। বিদেশিদের কাছে আমাদের দেশের ভালো দিক ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরতে হবে।
তিনি আরও বলেন, সবার সম্মিলিত চেষ্টায় আজকে প্রবাসের মাটিতে এ ধরনের অনুষ্ঠান দেশের সুনাম ও পরিচিত আরো বৃদ্ধি করবে। অনুষ্ঠানে,এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুয়েতে প্রবাসী শিল্পীদের নাচ এবং বসন্তের গানের তালে প্রবাসী দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন।
এ সময় কুয়েতের প্রবাসী গণমাধ্যম সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |