আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:২৮
pnbd24:-কুয়েতে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত এস এম আবুল কালাম বলেছেন ,কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস মুহাম্মদ শহীদ ইসলাম (কাজী পাপুল ) বিরুদ্ধে কুয়েত কর্তৃপক্ষের যে কোনো তদন্তে হস্তক্ষেপ করবেনা ।
বাংলাদেশ সংসদ সদস্য শহীদ ইসলামের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ রয়েছে ।আবুল কালাম প্রতিদিনকে বলেছিলেনযে,কুয়েত কর্তৃপক্ষ কর্তৃক তার অভিযোগ নির্ধারণ না করা পর্যন্ত দূতাবাস গ্রেফতারকৃত ব্যক্তিকে কোনো সহায়তা দেবে না ।তিনি আরো বলেছিলেন বিষয়টি নিয়ে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব খালেদ আল-জারাল্লার সাথে এখনো আলোচনা করেননি ।
তিনি আরো বলেছিলেন ,আটককৃত ব্যক্তি কারাগারে যে আছেন তা তার অজানা ।তিনি আরো বলেন,শহীদ ইসলাম এখনো দূতাবাসের সাথে যোগাযোগ করেননি ।এদিকে আল-রাই দৈনিক জানিয়েছে যে ,পাবলিক প্রসিকিউশন আরো তদন্ত মুলতবি রেখে তার দেশে বহুল পরিচিত কাজী বাবুল নামে পরিচিত বাংলাদেশের সাংসদ শহীদ ইসলামকে অব্যাহতভাবে আটকের নির্দেশ দিয়েছে ।তার বিরুদ্ধে কুয়েতের অংশীদারের সহযোগিতায় মানব পাচার ,অর্থ পাচার ,এবং কয়েক হাজার পুরুষ কর্মী কুয়েতে আনার অভিযোগ আনা হয়েছে ।এরই মধ্যে অভিযুক্ত পাবলিক প্রসিকিউশনকে জানিয়েছিল যে তিনি কুয়েতে ১০ বছর ধরে কাজ করেছেন এবং তার বৈধ বাসভবন অনুমতি রয়েছে ।
তিনি আরো বলেছিলেনযে ,তিনি আরো যে কোনো পরিচ্ছিন্ন সংস্থার একটি অংশীদার তিনি একজন কুয়েতির সাথে অংশীদারিত্বের ভিত্তিতে প্রতিষ্ঠা করেছিলেন যেখানে তিনি মোহাব্যবস্থাপক হিসেবে কাজ করেন এবং তিনি কুয়েতে বাংলাদেশী সম্প্রদায়ের জন্য কাজ সরবরাহ করেন ।তিনি কারো কাছ থেকে কোনো টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করেছেন ।এবং বিপরীতে বলেছেন যে ,তিনি তার দেশবাসীকে জীবিকা নির্বাহে সহায়তা করেছেন ।
সাতজন বাংলাদেশি পাবলিক প্রসিকিউশনের সামনে যে সাক্ষ দিয়েছিলো তা প্রত্যাখ্যান করেছে যে ,প্রত্যেকে অভিযুক্তকে(শহীদ ইসলাম ) তার কোম্পানির ড্রাইভার হিসেবে কাজ করার জন্য তাদেরকে কুয়েতে আনার জন্য ২,৫০০ দিনার প্রদান করেছিল ,কিন্তু তারা দেশে এসেছিলো তারা পরিবর্তে কোনো চাকরি না খুঁজে তাদের নিজেদের জন্য একটি চাকরি খুঁজতে বলা হয়েছিল ।তারা আরো বলেছিলোযে তাদের বাসভবন পুনঃনবায়নকরণের সময় এলে তিনি তাদের আরো বেশি অর্থ দিতে বলেন ।তাদের শিকারুক্তির পরে সন্দেহভাজন কে মিশরিফের বাসা থেকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য রেফার করা হয় ।
এদিকে রাষ্ট্রদূতের বক্তব্যের সাথে সম্পূর্ণ অমিল দেখা যাচ্ছে দুতলায় প্রধানের একটি বক্তব্যে ।দুতলায় প্রধান বলেছে জেলে থাকা যেকোনো ব্যক্তিকে আইনি সহযোগিতা দিতে পারে সেই ক্ষেত্রে পাপুলও তা পাবে ।তার এই বক্তব্য বিভিন্ন মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়ে যায় যার ফলে ব্যাপক প্রতিক্রিয়া প্রকাশ পায়।বিশেষ করে কুয়েত আওয়ামীলীগের একাংশের সভাপতি ও মরুলেখা পত্রিকার সম্পাদক আব্দুর রউফ মাওলার ফেইসবুক একাউন্টে তা প্রকাশ হয় ।একই সাথে হারুন উর রসিদ নামে এক ফেইসবুক আইডিতেও একেই রকম তথ্য দেখা যায় ।
অথচ এখন পর্যন্ত প্রবাসী মন্ত্রণালয়সহ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কোনো নির্দেশনা হয় নাই পাপুলকে আইনি সহযোগিতা দেয়ার বিষয়ের উপর ।কাউন্সিলর সাহেব কেন কি কারণে কি উদ্দেশে আগবাড়িয়ে এইধরণের মন্তব্য করলেন তা নিয়ে ব্যাপক প্রশ্ন জন্ম দিয়েছে প্রবাসীদের মাঝে।(9-6-2020)
সূত্র:আরবটাইমস
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |