আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৪৩
মনির হোসেন জীবন : নড়াইলের লোহাগড়ায় চাঞ্চল্যকর কৃষক আলিয়ার রহমান মোল্লা (৬০)-কে নৃশংসভাবে কুপিয়ে হত্যা মামলার এজাহারনামীয় আসামি এবং হত্যাকান্ডের মূলহোতা রবিউল মোল্লা (৪০) সহ তিন জনকে রাজধানীর আগারগাঁও থেকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে রাজধানীর আগারগাঁও এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
আটককৃত ব্যক্তিরা হলো- হত্যা মামলার আসামি ও মূলহোতা রবিউল মোল্লা (৪০), তার সহযোগী ইকবাল শেখ (৪৫) ও তারু মোল্লা (৫০)। নড়াইল জেলার লোহাগড়া থানা এলাকায় দিঘীলিয়া গ্রামে তাদের বাড়ি।
আজ র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া)
এএসপি খান আসিফ তপু এসব তথ্য জানান।
তিনি জানান, গত ১৩ জানুয়ারি ২০২৪ ইং তারিখে নড়াইল জেলার লোহাগড়া থানার দিঘীলিয়া এলাকায় পূর্বপরিকল্পিতভাবে কৃষক আলিয়ার রহমান মোল্লাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম আলিয়ার রহমান মোল্লার সাথে আসামিদের জমিজমা ও বিভিন্ন কারণে দীর্ঘদিনের পারিবারিক শত্রুতা চলে আসছিল। ওই শত্রুতার জেরে ভিকটিমকে চিরতরে শেষ করে আসামিরা পথের কাঁটা দূর করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং সময় সুযোগ খুঁজতে থাকে। গত ১৩ জানুয়ারি ২০২৪ ইং তারিখ সকাল অনুমান ৯ টার দিকে ভিকটিম আলিয়ার রহমান মোল্লা নিজ বসত বাড়ী সংলগ্ন কৃষি জমিতে কাজ করতে ছিল। তখন আসামি রবিউল মোল্লাসহ ২২/২৭ জন সন্ত্রাসী পূর্বপরিকল্পিতভাব দেশীয় অস্ত্র দিয়ে ভিকটিমকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন ছুটে এলে আসামিরা পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় ও পরিবারের লোকজন ভিকটিমকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন।
র্যাব সূত্র আরও জানান, ওই ঘটনায় নিহত আলিয়ার রহমান মোল্লার স্ত্রী বাদী হয়ে নড়াইল জেলার লোহাগড়া থানায় ২২ জন আসামি ও ৪/৫ জনকে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে পেনাল কোড আইনে একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামিদেরকে নড়াইল জেলার লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |