স্টাফ রিপোর্টারঃ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর একান্ত সচিব মিয়া নুরুউদ্দিন অপু’র সু-স্বাস্থ্য কামনায় জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি, শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের প্রিয়মুখ কর্ণেল এসএম ফয়সাল (অব:) এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার ঢাকায় ক্যাপিটাল হোটেল নয়া পল্টন এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। নড়িয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলী হায়দার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করেন, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি কর্ণেল এসএম ফয়সাল (অব:)।
এতে অংশ গ্রহণ করেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি আবদুল মান্নান মাদবর, কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সস্পাদক হাজী মোজাম্মেল হক মিন্টু সওদাগর, যুবদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সস্পাদক আব্দুল জব্বার খান, সখিপুর থানা বিএনপির সাবেক সভাপতি এস এম জাকির হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদুৎ সহ শরীয়তপুর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের শতশত নেতাকর্মী।
অনুষ্ঠানে কর্ণেল এসএম ফয়সাল (অব:) বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ।
এছাড়াও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর একান্ত সচিব মিয়া নুরুউদ্দিন অপু’র সু-স্বাস্থ্যের জন্য সকলের দোয়া কামনা করেন তিনি।