আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৩:০৬
কিশোরগঞ্জ:- কেন্দ্রীয় আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগের নির্দেশনা অমান্য করে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের ইউনিয়ন সম্মেলনসহ অন্যান্য সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ। এমন অভিযোগের প্রেক্ষিতে সংসদ সদস্য নূর মোহাম্মদকে চিঠি দিয়ে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম না করার জন্য অনুরোধ জানিয়েছে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ।
সোমবার কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরুল আহসান শাহজাহান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ আফজল স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়। চিঠিতে বলা হয়, পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক এএফএম ওবায়দুল্লাহ এডভোকেট তার আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করায় পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক কমিটি বিলুপ্ত হওয়ার কারণে বৈধভাবে সাংগঠনিক কার্যক্রম করা যাচ্ছে না। আগামী ২৭শে জুন সকাল ১১টায় কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি হলে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা হবে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি সংযুক্ত হবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি ও অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বিষয়টি সংসদ সদস্য নূর মোহাম্মদকে অবগত করানো হয়েছে। বর্ধিত সভায় পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক কমিটি গঠন ও সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত গৃহীত হবে।
২৭শে জুন অনুষ্ঠিতব্য বর্ধিত সভার পূর্বে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের কোনো প্রকার সাংগঠনিক কার্যক্রম না করার জন্য কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি’র নির্দেশনাক্রমে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরুল আহসান শাহজাহান বিষয়টি সংসদ সদস্য নূর মোহাম্মদকে অবগত করেন। এরপরও সংসদ সদস্য নূর মোহাম্মদের নেতৃত্বে ও প্রত্যক্ষ অংশগ্রহণে পাকুন্দিয়া উপজেলায় ইউনিয়ন সম্মেলনসহ অন্যান্য সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, যা আদৌ বৈধ নয় এবং কেন্দ্রীয় নির্দেশনা অবমনাননার সামিল। চিঠিতে আরও বলা হয়, ‘এ পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি কর্তৃক আবারো নির্দেশিত হয়ে পত্র দ্বারা বলা যাচ্ছে পাকুন্দিয়া উপজেলা সম্পর্কে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কোনো প্রকার সাংগঠনিক কার্যক্রম না করার জন্য আপনাকে অনুরোধ করা হলো।’ কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরুল আহসান শাহজাহান চিঠি পাঠানোর বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন। এ ব্যাপারে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ মানবজমিনকে বলেন, দীর্ঘদিন ধরে পাকুন্দিয়া উপজেলায় দলের মধ্যে বড়ধরনের একটি অচলাবস্থা ও সাংগঠনিক স্থবিরতা চলে আসছে। এলাকার সংসদ সদস্য হিসেবে দলকে একটি সুসংহত সাংগঠনিক কাঠামো দেয়াটাকে আমি আমার দায়িত্ব মনে করেছি। এজন্য নেতাকর্মীদেরও আবেগ, স্বতঃস্ফূর্ততা ও তাগাদা ছিল। সেজন্য আগে যেসব তারিখ দেয়া হয়েছিল, সেসব ইউনিয়নের সম্মেলনে আমি যোগদান করেছি। এখানে জেলার কিংবা কেন্দ্রের নির্দেশনা অমান্য করার কোনো বিষয় নেই। বরং এখন পর্যন্ত অনুষ্ঠিত তিনটি ইউনিয়নের সম্মেলনেই জেলা কমিটির দুজন নেতা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত ২০০০ সালের ১৮ই আগস্ট এডভোকেট এএফএম ওবায়দুল্লাহকে আহ্বায়ক করে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের ৭৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ২০০৪ সালে সম্মেলন আয়োজনের উদ্যোগ নেয়া হলেও শেষ পর্যন্ত তা ভেস্তে যায়। দীর্ঘ প্রায় ২১ বছরেও কমিটি পুনর্গঠন বা আর কোনো সম্মেলন করা হয়নি। এছাড়া আহ্বায়ক কমিটিতেও বিভক্তি ছিল সুস্পষ্ট। চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের আগে ২০১৩ সালের ২৩শে ফেব্রুয়ারি আহ্বায়কের পদ থেকে সরে দাঁড়ান এডভোকেট এএফএম ওবায়দুল্লাহ। এছাড়া দুজন যুগ্ম আহ্বায়কসহ অন্তত মোট ৩১ জন সদস্য বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন।
দীর্ঘ ১৯ বছর পর ২০১৯ সালের ৫ই ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হলেও সম্মেলন কিংবা নতুন নেতৃত্বের পথে হাঁটতে পারেনি দলটি। বরং দলটিকে উপজেলায় নেতৃত্ব দেয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম রেনুকে ঘিরে বিভক্তির একের পর এক মেরুকরণ ঘটেই চলেছে। রেনু গ্রুপের সঙ্গে প্রতিপক্ষ বিভিন্ন গ্রুপের হাতাহাতি, হামলা, মামলা ও পাল্টাপাল্টি কর্মসূচি এখানে নিত্যনৈমত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত বছরখানেক সময় নানা ইস্যুতে মো. রফিকুল ইসলাম রেনুর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ এর দূরত্ব বৃদ্ধি ও এ প্রেক্ষিতে নানা ঘটনাপ্রবাহ পাকুন্দিয়ার রাজনীতিতে অন্যতম আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। এ পরিস্থিতিতে সম্প্রতি পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিচ্ছেন সংসদ সদস্য নূর মোহাম্মদ। এরই মধ্যে উপজেলার পাটুয়াভাঙ্গা, হোসেন্দী ও সর্বশেষ গত মঙ্গলবার সুখিয়া ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |