মনির হোসেন জীবন – রাজধানীর অদূরে কেরানীগঞ্জ থেকে বিপুল পরিমাণ জাল টাকাসহ জাল টাকা সরবরাহকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- মো. মিরাজ সরদার (৩৮), মো. সুমন (৩৫) ও মো. নুর জামাল (৩৪)। আজ শনিবার বিকেলে র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ফারজানা হক এসব তথ্য জানান। তিনি জানান, শুক্রবার রাতে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার চুনকুটিয়া এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব-১০ এর একটি দল। এএসপি ফারজানা হক জানান, এসময় তাদের কাছ থেকে ১০০০ টাকার সমমূল্যের ৪৭টি, ৫০০ টাকার ৯০টি জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার মূলে জব্দ করা হয়। র্যাবের এ কর্মকর্তা বলেন, গ্রেফতাররা বেশ কিছুদিন ধরে দক্ষিণ কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন ব্যস্ততম এলাকায় জাল টাকা সরবরাহ করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।