আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৬:৫৪
মনির হোসেন জীবন- রাজধানীর অদূরে কেরানীগঞ্জের জিনজিরা মান্দাইলে একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ এবং গ্যাসের চুলার লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ আরও এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মোছা. সোনিয়া আক্তার (২৫)। এই দুর্ঘটনায় দগ্ধ ৬ জনের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে
চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোনিয়া । তার শরীরের ৩০ শতাংশ দগ্ধ ছিল।
আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া দগ্ধ এক নারী মারা যাবার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও নিহতের পরিবারের লোকজন জানান, গত ৩০ আগষ্ট ২০২২, ভোর সাড়ে ৫টার দিকে কেরানীগঞ্জের জিনজিরা মডেল মান্দাইল জাওলা পাড়া এলাকার একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মোছাম্মৎ বেগম (৬০), তার মেয়ে সোনিয়া আক্তার (২৬) সোনিয়ার মেয়ে মরিয়ম ওরফে মারিয়ম আক্তার (৮), বেগমের নাতি সাহাদাৎ হোসেন (২০), ও ইয়াছিন (১২) এবং মোছা, ইদুনী বেগম ওরফে পান্না বেগম (৫০)।
এদিকে, শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস, এম আইয়ুব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মোছা, সোনিয়া আক্তারের
শরীরের ৩০ শতাংশ দগ্ধ ছিল। তিনি নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধাীন ছিলেন। এর আগে ৪ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ আরও এক’ জন চিকিৎসাধীন আছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।
অপরদিকে, হাসপাতালের চিকিৎসকরা জানায়, এঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়ে গত ৩০ আগষ্ট,২০২২, দগ্ধ ৮ বছরের শিশু মরিয়ম প্রথম আইসিইউর ৪ নম্বর বেডে চিকিৎসাধীন অবস্হায় মারা গিয়েছিল। তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। এরপর শাহাদাৎ ৬০২ নম্বর ওয়ার্ডে হাইডিপেনডেন্সি ইউনিটে চিকিৎসাধীন অবস্হায় মারা যায়। তার শরীরের ৫২ শতাংশ দগ্ধ হয়েছিল। গত ২ সেপ্টেম্বর, ২০২২, চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোছা, বেগম (৬০)। তার শরীরের ২৫ শতাংশ দগ্ধ ছিল। গত ৫ আগষ্ট, সোমবার মোছা. ইদুলী বেগম পান্না (৫০) মারা যায়। তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ ছিল। আজ মঙ্গলবার মারা যান সোনিয়া আক্তার। তার শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |