আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:৪৩
তুরাগ প্রতিনিধি -রাজধানী উত্তরা তুরাগ থানার অন্তর্ভুক্ত খালপাড় রুপায়ন গেইটের পশ্চিম পাশের টায়ারের দোকান ও কাচাবাজর থেকে গত ৫ আগষ্টের পর কোন ভাড়া আদায় হতো না, ছাত্ররা ও প্রশাসন, সাংবাদিকরা সরেজমিন গিয়ে কোন ধরনের চাদা না দিতে দোকানদারদের সচেতন করা হয়। পরবর্তীতে যৌথ বাহিনীর পক্ষ থেকেও চাদা দিতে নিষেধ করা হয়।
গত তিন দিন আগে সেখান থেকে বেশ কয়েকজন দোকানদার ও স্থানীয় এক নেতা জানায়, গত আগষ্টের কয়েকদিন পর থেকেই আওয়ামী লীগ নেতা মোস্তফা মাদবরের ভাতিজা চাদাবাজ কামাল আবারও ভাড়া আদায় করছে। ভাড়া দিতে নারাজি হওয়ার পর কামাল খালপাড়ে লাটি নিয়ে রাতের বেলায় মহড়া দেয়। স্থানীয়ের প্রভাব ও ভয়ভীতি দেখিয়ে এখন আবার ভাড়া তুলছে বলে অভিযোগ উঠেছে।নাম না প্রকাশে ইচ্ছুক কিছু দোকানি জানান যে , পুরো এলাকাটি থেকে প্রায় ১৫ লক্ষ টাকা চাদা আদায় করে কামাল গংরা। সততা জানতে তার সাথে কথা বলতে দুইদিন থেকে সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে ফোন দিলেও সে ধরেনি। পরে ৩০ তারিখে রাত অনুমান ৮ টার দিকে ওয়াট্সআপ এ ফোন দিয়ে সাংবাদিকদের নানা ধরনের হুমকি দেয়।
তাকে বার বার বলা হয়েছিল , রাস্তা থেকে চাদা খেয়ে আবার সাংবাদিককে হুমকি দেন। একথার জবাবে সে বলে, হুমকি দেই পারলে কিছু করে নিস।
এ অবস্হায় সাংবাদিকরা নিরুপায় হয়ে, বাংলাদেশ সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছে। আপনারা এই খুনী চাঁদা বাজ কামালকে গ্রেফতার করুন। চাঁদাবাজ কামালকে গ্রেফতার করা না হলে, খালপাড় এলাকায় ঘটে যেতে পারে বড় ধরনের অঘটন।
ফ্যাসিষ্ট আওয়ামী লীগের এখানের কিছু চাদাবাজ সাবেক এমপির বহর নিয়ে ছাত্র হত্যায় অংশ নিয়ে ছিল বলে অভিযোগ উঠেছে। এই কামাল একজন শীর্ষ সন্ত্রাস,ও চাঁদা বাজ, এলাকাবাসীর অভিযোগ। সে মাদক সহ নারী সহ সর্ব সময় মেতে থাকে।কামাল স্হানীয় লোকাল হওয়ার কারনে ভয়ে কেউ মুখ খুলছে না।কেউ মুখ খুলে কথা বল্লেই তার জীবন শেষ।
চাঁদা বাজ কামাল এখনো আবার হুমকি ধামকি দিয়ে চাঁদা বাজি করছে বলে কিছু দোকানীরা জানায়। এদের দ্রুত গ্রেফতার করে। চাঁদাবাজি বন্ধ করুন।দ্রুত এদের বিরুদ্ধে আইনগত কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে এলাকার সাধারন মানুষের সময়ের দাবী।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |