আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৯:১৯
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় প্রশাসনের নাম ভাঙ্গিয়ে ১নম্বর দোড়া ইউনিয়ন এর বকুল সিটি পার্ক সংলগ্ন পাচলিয়া গ্রামে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগ উঠেছে জাহাঙ্গীর নামে একজনের বিরুদ্ধে। বালু উত্তোলনের কারণে পুকুরের গভীরতা সৃষ্টি হয়ে পারবর্তী বাড়িঘর,ফসলি জমি ভাঙন ও পরিবেশ বিপর্যয়ের মারাত্মক আশঙ্কা রয়েছে। জানা গেছে, দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছে এই জাহাঙ্গীর বাহিনী। এলাকায় তাদের প্রভাবও আছে বটে, যার কারনে স্থানীয় নীরিহ মানুষ ভয়ে মুখ খুলতে পারছেন না। বালু উত্তোলন বন্ধের ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে পাচলিয়া গ্রামের বাসিন্দা। নাম প্রকাশ করার না শর্তে একাধিক ব্যক্তি বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে বাড়িঘর, ফসলি জমি ভাঙন ও পরিবেশ বিপর্যয় দেখা দেয়ার আশঙ্কা রয়েছে। মানুষের দু:খ-দুর্দশার কথা চিন্তা না করে ব্যক্তি মুনাফার জন্য পরিবেশ নষ্ট করে জনগণের মুখের গ্রাস ও বসতবাড়ি ধ্বংসের লীলায় মেতে উঠেছেন এই জাহাঙ্গীর বাহিনী। এ ব্যাপারে জাহাঙ্গীর হোসেন বলেন,বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার এবং ডিসি সাহেব অবগত আছে।সরকারি কাজের জন্য বালু উত্তোলন করছি। উনারা বালু উত্তোলনের লিখিত দিয়েছেন। বিষয়টি নিয়ে কথা বলার জন্য কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ দেলোয়ার হোসেনের মুঠো ফোনে কল দিলে তিনি রিসিভ করেনি। বিষয়টি নিয়ে ঝিনাইদহ জেলা প্রশাসক (ডিসি) মজিবর রহমান বলেন, এবিষয়ে আমি আবগত না, তারপরেও কাউকে অবৈধভাবে বালু উত্তোলনের অনুমতি দেয়নি। কেউ অবৈধ ভাবে বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |