আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:০৩
বি-বাড়ীয়া প্রতিনিধি : ঈদকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া মালিহাতায় হাজী মোঃ দারু মিয়া ডেইরি এগ্রো ফ্রার্মে লালন পালন হচ্ছে অর্ধশতাধিক গরু॥ খামারের বিশেষ আর্কষন ব্ল্যাক টাইগার, মালিহাতার সুলতান।
এই গরুগুলো দেশীয় পদ্ধতিতে লালন পালন করেছেন। নিয়মিত খাবার ও পরিচর্যা করার ফলে দিনে দিনে এই গরুগুলোর ওজন বেড়েছে। কোনো ধরনের ক্ষতিকর ট্যাবলেট ও ইনজেকশন ছাড়াই সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে খড়, তাজা ঘাস, খৈল, ভুষি, চালের কুড়া, ভুট্টা, গম, ভাতসহ পুষ্টিকর খাবারের মাধ্যমে লালন পালন করা হয়েছে । প্রতিদিন এই গরুগুলির জন্য খরচ হয় কয়েক হাজার টাকা । পাশাপাশি নিয়মিত গোসল করানো, পরিষ্কার ঘরে রাখা ও রুটিন অনুযায়ী ভ্যাকসিন দেয়াসহ প্রতিনিয়ত স্থানিয় পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়।
করোনার সংক্রমণ এড়াতে এই স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব মেনেই চলছে পশু গুলোর পরিচর্যা ।
কোরবানির ঈদ উপলক্ষে বিক্রি করার জন্য এই কালা মানিক সহ আরো ৫০টি গরু প্রস্তুত রয়েছে তাদের। খামারে মোট অর্ধশতাধিক ভালো জাতের দেশি গরু রয়েছে। এবার সফল হলে সামনেও আরও বেশি গরুর সংখ্যা বাড়াবে বলে জানান খামারের অন্যতম সত্ত্বাধিকারী কুয়েত প্রবাসী ফখরুল ইসলাম কায়েস ।তিনি এই প্রতিনিধির কাছে বলেছেন, কয়েক মাস আগে দেশে ছুটিতে আসেন । কিন্তু বিশ্ব ব্যাপী করোনা মহামারী শুরু হয়ে যাওয়ার পর কুয়েতে ফেরত যেতে পারছেন না এই সময়তে । তা ছাড়া দেশের মানুষ করোনা মহামারীতে হাট বাজারে ,জনসমাগম হয় এমন স্থানে যেতে পারে না ,এবং সরকারের বিধি নিষেদও রয়েছে ।এই দিকটির কথা চিন্তা করে এলাকার মানুষের নিরাপত্তার কথা ভেবে পরিবারের সকলে মিলে এই কুরবানী ঈদে গরুর খামার গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করে ।
ফখরুল বলেন, আমরা সম্পূর্ণ ভাবে নিশ্চয়তা দিচ্ছি এখানে মোটা তাজা করণের কোনো ধরণের ইনজেকশন কিংবা ক্ষতিসাধক মেডিসিন ব্যবহার করা হয় না ।
এই খামারের গরুগুলোর মধ্যে সর্বোচ্চ মূল্য নির্ধারিন রয়েছে ৬ লক্ষ টাকা থেকে নিম্নে ৭০ হাজার টাকার । তার মধ্যে বিশেষ আকর্ষণীয় দুই টা গরু রয়েছে ।ব্ল্যাক টাইগার গরুটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লক্ষ টাকা ,ওজন ১২ মন ।আর মালিহাতির সুলতান নামে গরুটির মূল্য ধরা হয়েছে সাড়ে ৫ লক্ষ থেকে ৫ লক্ষ টাকার মধ্যে ।
অন্যদিকে সম্প্রতি নিজস্য এলাকা সহ পুরো ব্রাম্মন বাড়ীয়া জেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে ব্রাহ্মণবাড়িয়া মালিহাতায় হাজী মোঃ দারু মিয়া ডেইরি এগ্রো ফ্রার্ম । এই ফার্ম দেখতে প্রতিদিনই মানুষ ভিড় জমাচ্ছে ।অনেক দূর দূরান্ত থেকেও অনেকেই আসছেন । অনেকেই দামাদামি করে যাচ্ছেন ।অনেকেই আবার ব্ল্যাক টাইগার ও মালিহাতির সুলতানের সাথে ছবি তুলে নিচ্ছেন ।সব মিলিয়ে এখন ঐতিহ্যবাহী ব্রাম্মন বাড়ীয়ায় এখন ”টক অব হাজী মোঃ দারু মিয়া ডেইরি এগ্রো ফ্রার্ম ” পরিণত হয়েছে ।
সর্বসাধারণের জন্য যোগাযোগ মোবাইল নাম্বার –মালিহাতি এলাকার সাবেক চেয়ারম্যন আলম চেয়ারম্যন এর বাড়ি ও ফখরুল ইসলাম কায়েস :-01739831690.
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |