আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১১:২৪
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি:-যুক্তরাষ্ট্র কংগ্রেসের ক্যাপিটল বিল্ডিংয়ে ন্যক্কারজনক হামলা চালানোর সময় হামলাকারীদের হাতে আমেরিকার জাতীয় পতাকার পাশাপাশি ভারতের জাতীয় পতাকাও ছিল। এ ঘটনায় তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এক ভিডিওতে দেখা যায়, ওয়াশিংটন ডিসির ক্যাপিটল বিল্ডিংয়ের সামনে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে জড়ো হওয়া সমর্থকদের একজনের হাতে রয়েছে ভারতীয় পতাকা।
সেই ভিডিওতে একজন মন্তব্য করেছেন, এখানে ভারতীয় পতাকার উপস্থিতি অত্যন্ত বিরক্তিকর।এমনকি ভিডিওতে দেখা যাচ্ছে, আমেরিকা ও ভারতের জাতীয় পতাকার পাশাপাশি জমায়েতে ঠাঁই পেয়েছে ‘কনফেডারেট’ পতাকাও!
১৮৬১ সালে ক্রীতদাস প্রথার সমর্থক ১১টি রাজ্য আমেরিকা থেকে বিচ্ছিন্ন হয়ে ‘কনফেডারেট স্টেটস’ গঠন করেছিল। দীর্ঘ চার বছর গৃহযুদ্ধের পর কনফেডারেট স্টেটসকে পরাজিত করে আমেরিকাকে ফের ঐক্যবদ্ধ করেছিলেন আব্রাহাম লিঙ্কন। ঘটনাচক্রে দাসপ্রথাবিরোধী লিঙ্কনের দল রিপাবলিকান পার্টিরই নেতা বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প।
২০১৯ সালের সেপ্টেম্বরে আমেরিকা সফরে গিয়ে হিউস্টনে অনাবাসী ভারতীয়দের ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তার মুখে শোনা গিয়েছিল, ‘আব কি বার, ট্রাম্প সরকার’ স্লোগান। সে সময়ও আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে মোদির ‘অংশগ্রহণ’ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |