আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৩২
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধি:–‘রক্তে মোরা ভাঁধন গড়ি, রক্ত দিব জীবন ভরি’ এই শ্লোগান বাস্তবায়নে যুবক-তরুণদের সমন্বয়ে গড়ে তোলা ক্ষেতলাল স্বেচ্ছাসেবি অনলাইন রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী নানা কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালন করেন সংগঠনের নেতৃবৃন্দ।
সকাল ১১টায় ক্ষেতলাল পৌর শহরের বাহার উদ্দিন মার্কেটের নিজস্ব কার্যালয়ে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন নওগাঁ জেলা পরিষদের প্রধান নির্বাহী এ.টি.এম আব্দুল্লাহেল বাকি। পরে ক্ষেতলাল অগ্রনী এজেন্ট ব্যাংক ভবন চত্বরে রক্তের গ্রæপ টেষ্ট ও বিনামূল্যে কোরআন শরীফ বিতরণ শেষে উপজেলা বিআরডিবি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এফ.এম আবু সুফিয়ান। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল,পৌর মেয়র সিরাজুল ইসলাম,হুইপের রাজনৈতিক সহকারি এসএম মোর্শেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আতাউর রহমান, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নিরেন্দ্রনাথ মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছফিউল্লাহ সরকার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক,আ’লীগ নেতা মোফাজ্জল হোসেন,সাংবাদিক আলমগীর চৌধূরী,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমূখ।
আলোচনা সভা শেষে সংগঠনের নেতৃত্ব দেওয়া রানা চৌধুরী বলেন,‘আমাদের এ সংগঠনের পক্ষ থেকে ক্ষেতলাল সহ গোটা জেলায় তিন শতাধিক মুমুর্ষ রোগীকে অনলাইনের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে বিনামূল্যে রক্ত দেওয়া হয়েছে। তিনি বলেন,আমাদের উদ্দেশ্য মানুষের সেবা দেওয়া। এজন্য সমাজের সকল শ্রেণী পেশার পক্ষ থেকে তারা সহযোগীতা কামনা করেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |