আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:০৭
আবুবকর সিদ্দিক.. জয়পুরহাট প্রতিনিধিঃ’খনিজ সম্পদের যথাযথ ব্যবহার করি স্মার্ট বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জয়পুরহাটে অংশীজন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ইন্সটিটিউট অব মাইনিং, মিনারেলজি এন্ড মেটালার্জি আইএমএমএম এর আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিএসআইআর এর চেয়ারম্যান অধ্যাপক ডঃ আফতাব আলী শেখ। এসময় আইএমএমএম এর পরিচালক ডঃ নাজিম জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী। কর্মশালায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্সটিটিউট এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ প্রদীপ কুমার বিশ্বাস, বিসিআই সির সাবেক পরিচালক আমিনুল বারী, সাংবাদিক আবুবকর সিদ্দিক, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম।।
কর্মশালায় জানানো হয় আইএমএমএম ইন্সটিটিউট দেশে খনি ও খনিজ দ্রব্যের অনুসন্ধান, পৃথকীকরন, ও বিশোধন, উত্তোলন, পরিকল্পনা গ্রহন, গুনগত মান বিশ্লেষণ, প্রযুক্তি উদ্ভাবন এবং ব্যবহার নিশ্চিতকরন কাজ করে আসছে। কর্মশালায় ইন্সটিটিউটের গবেষণালব্ধ ও উদ্ভাবিত পন্যের ভিত্তিতে দেশে শিল্প-কারখানা স্থাপনে শিল্প উদ্যোক্তাদের মাঝে পন্যের মান তুলে ধরা, শিল্প কারখানা স্থাপনে দেশীয় প্রযুক্তি ও কাঁচামাল হস্তান্তর ও কারিগরি সহায়তা প্রদান করা ছিল কর্মশালার মুল লক্ষ্য।
বিভিন্ন কঠিন শিলা/ পাথর ও মিনারেল জেম স্টোন ( রত্ন পাথর) প্রস্তুুত করা,নওগাঁর লাল মাটি থেকে সিরামিক টাইলস প্রস্তুুত,সীসা মুক্ত সোলর আলো,ধানের তুষ থেকেহোয়াইট কার্বন, সিলিকা জেল প্রস্তুত করন প্রক্রিয়া চালু হয়েছে বলে জানান।কর্মশালায় বিজ্ঞানী, ব্যবসায়ী ও সাংবাদিকরা অংশ নেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |