আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:১৮
এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : পার্বত্য জেলা খাগড়াছড়ি সদরের ভূয়াছড়ি বাইতুল আমান ইসলামী মাদ্রাসা ও এতিম খানার ৮ বছরে ছাত্র শিক্ষকের নির্যাতনে মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ঘাতক শিক্ষক মোঃ নুরুল আমিন কে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৮ আগস্ট) রাত সোয়া আট টার দিকে খাগড়াছড়ি সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে চট্টগ্রাম থেকে আটক করেন।
খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এর সার্বিক দিক-নির্দেশনায়, সদর সার্কেল তফিকুল আলমের সহযোগীতায়, সদর থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান এর তত্বাবধানে, এস আই মামুন, এস আই ঝন্টু চন্দ্র দে, এ এস আই আলা উদ্দিন, এ এস আই শাহনেওয়াজ ও সঙ্গীয় ফোর্সের অভিযানের মাধ্যমে আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
সূত্র জানায়, ঘটনার দিন রাত ১২ টায় তার অবস্থান ছিলো কুমিল্লায় এবং ওই রাতেই সে অবস্থান পরিবর্তন করে ঢাকায় চলে যায়, ঘটনার ২য় দিন ঢাকা থেকে সে চট্টগ্রাম পালিয়ে আসে। কিন্তু, এ দিক ও দিক কোথাও লুকিয়ে থেকে পুলিশের চোখ কে ফাঁকি দিয়ে পালিয়ে নিজেকে পুলিশের গ্রেপ্তারের হাত থেকে রক্ষা করতে পারেনি।
সর্বশেষ চট্টগ্রাম থেকে তাকে পুলিশ আটক করতে সক্ষম হয়।
পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া সেই শিক্ষক খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকার পিসি দেলোয়ার হোসেন ( অবঃ) এর পুত্র বলে নিশ্চিত করেছেন খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ে দায়িত্ব রত: (আইসিটি) মোঃ ওয়াছি উদ্দিন নিশান।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |