আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:০১
মনির হোসেন জীবন- রাজধানীর খিলক্ষেত থানা এলাকা থেকে মানব পাচারকারী চক্রের মূলহোতা রোস্তমসহ চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানকালে তাদের নিকট থেকে ২ জন নারী ভিকটিমকে উদ্ধার করেছে র্যাব। র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতরা হলেন, মানব পাচারকারী চক্রের মূলহোতা মোঃ রোস্তম আলী ওরফে সৈকত (৪৫), তার সহযোগী হাজেরা বেগম (৩৫), সোহেল রানা (২৫) ও বাইজিদ হোসেন (২২)। আজ শুক্রবার দুপুরে র্যাব -১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মোঃ পারভেজ রানা এসব তথ্য জানান। মিডিয়া অফিসার পারভেজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১, উত্তরার একটি দল গতকাল বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে জানতে পারে, রাজধানীর খিলক্ষেত থানার লেকসিটি সোসাইটি বাসন্তি বিল্ডিং এর ১৪ তলার ১৪এনএ/২ রুমের ভিতর অজ্ঞাতনামা কয়েকজন মানব পাচারকারী চক্রের সদস্যরা মানব পাচার ও পতিতা বৃত্তির উদ্দেশ্যে কয়েকজন নারীকে আটক করে রেখেছে। পরবর্তীতে এমন প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ওই স্হানে ঝটিকা অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের একজন মূলহোতা মোঃ রোস্তম আলী ওরফে সৈকত (৪৫) ও তার সহযোগী হাজেরা বেগম (৩৫), সোহেল মিয়া (২৫) ও বাইজিদ হোসেন (২২)সহ মোট চার সদস্য কে আটক করতে সক্ষম হয়। তিনি আরো জানান, এসময় তাদের নিকট থেকে ২ জন নারী ভিকটিম, ৬ টি মোবাইল ফোন, ৮ টি সীম কার্ড এবং নগদ ৬ হাজার ৪৫০ টাকা উদ্ধার মূলে জব্দ করা হয়। র্যাব বলছে, গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মানব পাচারকারী চক্রের মূলহোতা রোস্তমসহ তারা সকলে মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজসে দেশের বিভিন্ন স্থান থেকে তরুণীদের বিদেশে চাকরীর প্রলোভন দেখিয়ে অসামাজিক কার্যকলাপে বাধ্য করত বলে স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |