আজ বৃহস্পতিবার | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৯ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১০:৩৩
মনির হোসেন জীবন – রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম মো, ফখরুল ইসলাম (৫৯)। তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
নিহত ফখরুল ইসলাম জামালপুর জেলার মেলান্দহ থানার ঝাইপাড়া গ্রামের মৃত মো, তৈয়ব আলীর পুত্র বলে জানা গেছে।
আজ শনিবার সকাল ৮টা ৩৫ মিনিটের সময় খিলগাঁও রেলগেটের সংলগ্ম পশ্চিম পাশে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
আজ দুপুর ২ টায় ঢাকা রেলওয়ে থানার ডিউটি অফিসার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফ এসব তথ্য জানান।
এদিকে, ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিয়াজ মাহমুদ জানান, আজ শনিবার সকাল ৮ টা ৩৫ মিনিটের সময় খিলগাঁও রেলগেট সংলগ্ম পশ্চিম পাশে রেললাইন দিয়ে পায়ে হেঁটে খিলগাঁও দিকে আসার সময় খুলনা থেকে ছেড়ে আসা কমলাপুরগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়েন ফখরুল ইসলাম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ঢাকা রেলওয়ে থানা (জিআরপি) পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তিনি আরও জানান, নিহত ফখরুল ইসলাম বর্তমানে পরিবার নিয়ে রাজধানীর ওয়ারীতে থাকতেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন তিনি। বর্তমানে তিনি অবসরে আছেন। এক পু্ত্র ও দুই কন্যার জনক ছিলেন তিনি। নিহতের পরনে ছিল আকাশী রঙয়ের ফুলশার্ট ও কালো রঙয়ের প্যান্ট।
পুলিশের এ কর্মকর্তা আরও জানান, পরে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে ঢাকা কমলাপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:08 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |