আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৫৯
খুলনায় পর্নোগ্রাফি আইনে যুবলীগ নেতা জিহাদুর রহমান ও তার সহযোগী মো. ইফতি শেখকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। সোমবার ভোর রাতে তাদের দু’জনকে মৌলভীপাড়া থেকে গ্রেফতার করা হয়।
আসামিরা যোগসাজেশে গোপনে বাদী ও তার স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের চিত্র ধারণ করেন। পরবর্তীতে সেই ছবি বাদীর নিকট পাঠিয়ে দিয়ে তারা চাঁদা দাবি করে। এ ঘটনায় বাদী থানায় মামলা দায়ের করলে ভোর রাতে তাদের মৌলভীপাড়া মসজিদ গলি থেকে গ্রেপ্তার করা হয় নিশ্চিত করেছেন খুলনা সদর থানার এস আই টিপু সুলতান ।
বাদী বলেন, তিনি মাস্টার্সের ছাত্র। তিনি স্ত্রীসহ খুলনায় থাকেন। কৌশলে ওই দু’যুবক গোপনে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ধারণ করেন। রোববার গ্রেপ্তারকৃত জিহাদ তার ব্যবহৃত ফেসবুক আইডির মাধ্যমে তার ম্যাসেঞ্জারে অন্তরঙ্গ মুহূর্তের ছবি পাঠান। এরপর সে ফোন করে ৫০ হাজার টাকা দাবি করতে থাকেন। দাবিকৃত টাকা দিতে অস্বীকার করাতে তিনি তা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার হুমকি দেন।
পরবর্তীতে তিনি আইনের আশ্রয় নেন। খুলনা সদর থানায় মামলা করলে ভোর রাতে তাদের দু’জনকে বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত জিহাদুর রহমান নিজেকে ওয়ার্ড যুবলীগের নেতা পরিচয় দেয় বলে এলাকাবাসী জানায়।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |